স্কুলস্তরের পড়ুয়াদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম)। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, চলতি বছর সামার ক্যাম্পের মাধ্যমে গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ইলেক্ট্রনিক্স, রসায়ন, বায়োটেকনোলজি, আর্থ অ্যান্ড স্পেস সংক্রান্ত বিষয়গুলি পড়ানো হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ব্যবহারিক প্রয়োগ, বিভিন্ন ধরনের দৈনন্দিন সামগ্রী কী ভাবে পরিচালিত হয়ে থাকে— এই সমস্ত বিষয়ই হাতেকলমে শেখাবেন মিউজ়িয়ামের বিশেষজ্ঞেরা।
তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির স্কুলপড়ুয়ারা এই ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবে। এর জন্য অনলাইনে আগ্রহী পড়ুয়াদের বৈধ ইমেল আইডি ব্যবহার করে নাম নথিভুক্ত করতে হবে। এ ছাড়াও পড়ুয়াদের সঙ্গে অভিভাবকদের জন্যও বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাছাই করা পড়ুয়াদের ক্যাম্পে আসার প্রথম দিনই অভিভাবকদের এই বিষয়ে বিশদ জানানো হবে।
আরও পড়ুন:
তবে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়টি শেখার জন্য পড়ুয়াদের নিজেদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। ১৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সকালে এবং বিকেলে ক্লাস করানো হবে। সকালের ক্লাস বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের ক্লাস দুপুর আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত চলবে।
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। বায়োটেকনোলজি এবং ইলেক্ট্রনিক্স ফর সিনিয়রস বিষয়গুলিতে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের জন্য ২,০০০ টাকা এবং অন্যান্য বিষয়ে নাম নথিভুক্তকরণের জন্য ১,৫০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনের জন্য আগ্রহীদের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামের ওয়েবসাইটে নিয়ে বাকি শর্তাবলি দেখে নিতে হবে।