ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষ স্থানে এই সপ্তাহেও কোনও বদল হল না। গত তিন মাসের ধারা বজায় রেখে এই সপ্তাহেও টিআরপি জয়ী ধারাবাহিক ‘পরিণীতা’। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। গত কয়েক সপ্তাহে কিছুটা পিছিয়ে গিয়েছিল ‘ফুলকি’। কিন্তু এই সপ্তাহে ফের নিজের জায়গা ফিরে পেয়েছে অভিষেক ও দিব্যাণীর এই ধারাবাহিক। ৬.৮ নম্বর নিয়ে এই ধারাবাহিক দ্বিতীয় স্থানে। যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রইল জ়ি বাংলার আর একটি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।
মুক্তি পাওয়ার পর থেকে নতুন ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর ফলাফল ভাল। এই সপ্তাহে ৬.৫ নম্বর নিয়ে ইন্দ্রজিৎ ও তৃণার ধারাবাহিক রইল তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ৬.৩ নম্বর নিয়ে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে নতুন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এর প্রাপ্ত নম্বর ৬.০।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রথম পাঁচটি ধারাবাহিক থেকে ছিটকে পড়েছে ‘কথা’। এই সপ্তাহে সেই ধারাবাহিক জায়গা পেয়েছে ষষ্ঠ স্থানে। প্রাপ্ত নম্বর ৫.৯। একই নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’। ৫.৭ নম্বর নিয়ে সপ্তম স্থানেও রয়েছে দু’টি ধারাবাহিক— ‘গীতা এলএলবি’ ও ‘চিরসখা’। অষ্টম স্থানে ৫.৪ নম্বর পেয়ে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ৫.১ নম্বর পেয়ে ‘অনুরাগের ছোঁয়া’ রয়েছে নবম স্থানে। দশম স্থানে ৪.৮ নম্বর সমেত রয়েছে ধারাবাহিক ‘রোশনাই’।