ভারতীয় সেনাবাহিনীতে মহিলারা কমান্ডার হতে পারেন না, সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে এই বয়ান দেওয়ার পরেই সেলেব্রিটি মহলে উঠেছে নিন্দের ঝড়। অভিনেত্রী শ্রদ্ধা কপূর লিখেছেন, ‘‘একজন মহিলার ভূমিকা কী হওয়া উচিত, সেটা কেউ নির্ধারণ করে দিতে পারেন না।’’ ‘থাপ্পড়’-এর প্রচারের ফাঁকেই ইনস্টাগ্রামে সরকারের এই মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিয়েছেন তাপসী পান্নু। ভারতীয় মহিলাদের সম্পর্কে তাপসী লিখেছেন, ‘‘আমরা তাঁকে পুজো করতে পারি। তাঁকে ভালবাসতে পারি। তাঁর অপমান করতে পারি। কিন্তু তাঁর কাছ থেকে নির্দেশ নিতে পারি না।’’
প্রতিবাদে শামিল পরিচালক সুজিত সরকারও। নৌসেনা, বায়ুসেনা এবং সেনাবাহিনীর অন্য অফিসারদের উদ্দেশে বলেছেন, ‘‘যদি মহিলাদের সম মর্যাদার মনে করেন, তবে তাঁদের নির্দেশ দেওয়ারও অধিকার দেওয়া হোক।’’