অতীতের এক রহস্য। তার সঙ্গে যোগসূত্র ডাকিনীবিদ্যার। রয়েছে প্রতিশোধের আখ্যান। সম্প্রতি মহরতের পর থেকেই ‘দেবী’ ছবিটিকে ঘিরে দর্শকের কৌতূহল দানা বেঁধেছে। কয়েক বছর আগে সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ওয়েব ছবি ‘মণিহারা’ দর্শক দেখেছিলেন। এ বার সেই ছবিটির সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক। ছবির নাম ‘দেবী’। আনন্দবাজার অনলাইনে রইল ছবির চরিত্রদের প্রথম ঝলক।
আরও পড়ুন:
ছবির সিক্যুয়েলের ভাবনা সৌপ্তিকের দীর্ঘ দিনের। সেই ভাবনা থেকেই বাংলার অপ্রাকৃতদের নিয়ে আলাদা একটি ব্রহ্মাণ্ড তৈরি করার উদ্যোগ নিয়েছেন পরিচালক। সেখানে ডাইনি, পেত্নী, ব্রহ্মদৈত্যেরাও রয়েছে। পরিচালকের কথায়, ‘‘‘মণিহারা’ ছিল হরর কমেডি। এখানে ভূতের পাশাপাশি রূপকথাও মিশে যাবে। ‘দেবী’ দেখতে দেখতে দর্শক ছোটবেলায় শোনা ভূতের গল্পগুলোর সঙ্গে মিল খুঁজে পাবেন।’’

‘দেবী’ ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে) এবং অঞ্জনা বসুর (ডান দিকে) লুক। ছবি: সংগৃহীত।
‘মণিহারা’র মতো এই ছবিতেও অভিনয় করছেন অভিনেত্রী রণিতা দাস। তবে এ বারে দর্শক তাঁকে মণিমালা এবং সূর্যের মেয়ে দেবীর চরিত্রে দেখবেন। তার প্রেমিক রাহুলের চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
মূলত ডাইনি মায়ার (অঞ্জনা) সঙ্গে অলৌকিক শক্তির অধিকারী দেবীর দ্বৈরথকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। দেবী দুষ্টের দমন করতে পারবে কি না, তার উত্তর দেবে ছবি। রণিতার কথায়, ‘‘ভূত এবং মানুষের সন্তান দেবী। তাই চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। বাংলা ছবিতে তো সেই ভাবে ‘সুপার উওম্যান’ চরিত্র দেখা যায় না। তাই এই কাজটার মধ্যে নতুনত্ব রয়েছে।’’ ‘ইকো ফিল্মস’ এবং এসএফইএল প্রযোজিত ছবিটির শুটিং চলছে।