Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Celeb Gossip

সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ, এ দিকে প্রেমিক রাঘবের সঙ্গে ঘুরতে গিয়ে ধরা পড়লেন শেহনাজ়!

চর্চিত প্রেমিক রাঘব জুয়ালের সঙ্গেই নাকি তীর্থক্ষেত্রে গিয়েছেন। তবে, ক্যামেরা দেখতেই মুখ লুকিয়ে নেন শেহনাজ়।

Shehnaaz Gill and her rumoured girlfriend raghav juyal travelling together actress caught on camera

(বাঁ দিকে) রাঘব জুয়াল, শেহনাজ় গিল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ১৯:২৮
Share: Save:

বেশ কয়েকদিন ধরেই ঘুরতে বেরিয়েছেন অভিনেত্রী শেহনাজ় গিল। তাঁর ছবি ‘থ্যাঙ্ক ফর কামিং’ মুক্তির পরই বদ্রীনাথে ঘুরতে যান। সেখান থেকে ছবি দিয়েছেন শেহনাজ। কখনও পাহাড়ি রাস্তায় দৌড়ে বেড়াচ্ছেন, আবার কখনও সেখানে রাস্তার ধারে বসেই ম্যাগি খাচ্ছেন। অভিনেত্রী সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন ‘সোলো ট্রিপে’ গিয়েছেন। কিন্তু যতই লুকনোর চেষ্টা করুন না কেন, এ বার ধরা পড়ে গেলেন শেহনাজ়। নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গেই নাকি তীর্থক্ষেত্রে গিয়েছেন, তবে ক্যামেরা দেখতেই মুখ লুকিয়ে নেন শেহনাজ়।

২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে সাক্ষাৎ শেহনাজ়ের। সেখান থেকেই গভীর বন্ধুত্ব, প্রেমও। যদিও প্রেমের জল্পনায় কখনও সিলমোহর দেননি তাঁরা কেউ-ই। তবে ২০২১ সালে সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটা বদলে গিয়েছেন শেহনাজ়। গত দু’বছরে শুধু মাত্র কাজেই মন দিয়েছেন রিয়্যালিটি তারকা। কাজের সূত্রেই নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় শেহনাজ়ের। বলিপাড়ার অন্দরে খবর, সিদ্ধার্থের প্রয়াণের এত দিন পরে ফের প্রেমে নিজেকে সুযোগ দিতে চান শেহনাজ়। শোনা যাচ্ছে, সহ-অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী। যদিও প্রেমের প্রশ্নে মুখে কুলুপ দুই অভিনেতারই। সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন শেহনাজ়, রাঘব দু’জনেই। কিন্তু মুখে স্বীকার করতে নারাজ সে কথা। এ বার তাঁদের বদ্রীনাথ ভ্রমণের ছবি প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। তাঁদের দাবি, কী ভাবে সিদ্ধার্থকে ভুলে ফের নতুন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী, কেউ আবার অভিনেত্রীর কর্মফল তুলেও মন্তব্য করেন। আবার অনেকেই শেহনাজ়ের পক্ষ নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও এই প্রসঙ্গ শেহনাজ়ের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

অন্য বিষয়গুলি:

Celebrity Celeb Gossip Raghav Juyal Shehnaaz Gill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy