সবচেয়ে বেশি বেতভুক্ত অভিনেতাদের তালিকায় শুরুর দিকেই থাকে বলিউডের কিং খানের নাম। এ বারে প্রথম স্থান অধিকার করলেন শাহরুখ খান। সৌজন্যে ‘পাঠান’। অক্ষয় কুমার, সলমন খানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের খবর, ১০০ কোটি ছাড়িয়ে গিয়েছে তাঁর বেতন।
গত বছর নভেম্বর মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ‘পাঠান’-এর। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। মুম্বই ছাড়াও শ্যুটিং হবে বিদেশের বিভিন্ন জায়গায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ সলমন খানকে দেখা যাবে অতিথি অভিনেতা হিসেবে।
BREAKING NEWS : Officially King Khan #ShahRukhKhan is the " Highest Paid Actor " in India now. He charged whopping " 100 cr " for #Pathan. pic.twitter.com/oGz5bI8yGH
— Umair Sandhu (@UmairSandu) March 21, 2021
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন কিং খান। ১ মার্চ শাহরুখ খান নিজের ইনস্টাগ্রামে নতুন ছবি ‘ডার্লিংস’-এর ঘোষণা করেন। শাহরুখ ও গৌরী খানের ‘রেড চিলিজস এন্টারটেনমেন্ট’ তৈরি করছে এই ছবি। উল্লেখযোগ্য, ছবিটিতে অভিনয় করার পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন আলিয়া ভট্ট।