মাত্র ৩ বছর বয়স করিনা কপূর ও সইফ আলি খানের ছোট ছেলে জেহ্র। রাতে ঘুমোচ্ছিল নিজের ঘরেই। এর মধ্যেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী। তার পরই ঘটে যায় বিপত্তি। সূত্রের খবর, এক মহিলা গৃহকর্মীর সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে সইফের বাড়িতে দেখা যায় ওই রাতে। পুলিশ জানিয়েছে, রাতে ওই মহিলার সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই ব্যাক্তিকে। সে সময়ই কোনও ভাবে সেখানে এসে পড়েছিলেন সইফ। অভিনেতা প্রশ্ন তুলতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ে ওই দুষ্কৃতী।তিনি তখন ঢুকে পড়েন ছেলে জেহের ঘরে। বাধা দিতে যান সইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সইফ।
আরও পড়ুন:
ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ায় তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েক জন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ। বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়ে এমন সাহসী পদক্ষেপে অভিনেতার গুণগান গাইছেন অনুরাগীরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত সইফ।