সইফ আলি খানের বড় ছেলেকে বলিউডে সুযোগ দিয়েছেন কর্ণ জোহর। সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন নবাগত অভিনেতা। ছবিমুক্তির পর থেকেই ক্রমাগত সমালোচনার মুখোমুখি হয়েছেন ইব্রাহিম। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ইব্রাহিমের প্রথম ছবি ‘নাদানিয়াঁ’। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কাটাছেঁড়া চলেছে সমাজমাধ্যমে। নাতির সিনেমা পছন্দ হয়নি ঠাকুমা শর্মিলা ঠাকুরেরও। যদিও নাতিকে দেখতে সুন্দর লেগেছে পর্দায়। বাড়ির লোকের থেকে সমালোচনা পেতেই কী বললেন ইব্রাহিম?
আরও পড়ুন:
আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা বলেন, ‘‘আমার দুই নাতি-নাতনি চমৎকার। সারা এখন ভীষণ ভাল কাজ করছে। ইব্রাহিমের ছবিটিও ভাল, ওকে ভীষণ ভাল লেগেছে দেখতে। ও ওর মতো চেষ্টা করেছিল। তবে সত্যি বলতে, ভাল হয়নি।’’ যদিও ইব্রাহিম ঠাকুরমার কথা শুনে মনখারাপ করেছেন, এমন নয়। তিনি জানেন, শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীর নাতি হওয়া কতখানি চাপের। ইব্রাহিম বলেন, ‘‘আমি জানি, ঠাকুরমা দেখেছে। বর্তমানে সব কিছু খুব কঠিন আগের তুলনায়। আমার ঠাকুরমার নাতি হওয়া কিংবা তাঁর সন্তান হওয়া বেশ কঠিন। কারণ, তিনি একজন বিরাট মাপের অভিনেত্রী ছিলেন। আমার বাবার উপরেও সেই চাপটা ছিল। আর সবে একটা মাত্র ছবি করেছি। এতেই সব প্রমাণ হয় না।’’