এবার রীতেশ বনাম কর্ণ?
অনন্যা পাণ্ডের বিচ্ছেদ থেকে আলিয়া ভট্টের বিয়ে— বলিউড নায়ক-নায়িকাদের গোপন তথ্যের সূত্র এখন একটাই! কর্ণ জোহর। টিনসেল নগরীতে যা-ই ঘটুক না কেন, সে খবর প্রথম যায় পরিচালকের কানেই। শুধু কি তাই? নিজের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এ অভিনেতাদের গোপন রহস্য হাসিমুখে বেমালুম ফাঁস করেন তিনি। আর কর্ণের এই কাণ্ডকারখানাতেই প্রবল চটেছেন রীতেশ দেশমুখ। সমন পাঠিয়ে বসেছেন সঞ্চালক-পরিচালককে।
এ বার কি তবে কর্ণ বনাম রীতেশ? শনিবার সকালে পরিচালকের কথায় কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন দর্শকের। শেষে কি না গোপন তথ্য ফাঁসের অভিযোগে সমন জারি! বাস্তবে যদিও এমন কিছুই ঘটাননি রীতেশ। সমন গিয়েছে বটে কর্ণের কাছে। তবে বিষয়টা এতটাও গুরুগম্ভীর নয়।
রীতেশের নতুন কমেডি শো ‘কেস তো বনতা হ্যায়’ কোর্টরুম ড্রামা। তাতেই অতিথি হিসেবে আমন্ত্রিত কর্ণ জোহর। যেখানে উকিলের বেশে ধরা দেন রীতেশ। সেই শো-তে যোগ দিতে যাওয়ার আগেই প্রচার ঝলকে দেখা মিলল টুইস্টের। কর্ণের নামে সমন জারি! এমনিতে পরিচালকের সঙ্গে ইন্ডাস্ট্রির প্রায় সকলেরই সুসম্পর্ক। প্রচার ঝলক তো তারই পূর্বাভাস!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy