Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Brad Pitt-Angelina Jolie divorce

আট বছর পর মীমাংসা, ব্র্যাড-অ্যাঞ্জেলিনার বিচ্ছেদ চূড়ান্ত, অভিনেত্রীর আইনজীবী আর কী জানালেন?

২০১৬ সালে ব্র্যাডের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন অ্যাঞ্জেলিনা। দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল সম্প্রতি। দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে খবর।

Angelina Jolie and Brad Pitt are officially divorced after 8 years

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪
Share: Save:

গত কয়েক বছর ধরে হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির আইনি লড়াই সংবাদের শিরোনামে থেকেছে। তবে এ বারে আইনি লড়াইয়ে ইতি টানলেন দম্পতি। প্রায় ৮ বছর পর অবশেষে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর আইনজীবী এই খবর নিশ্চিত করেছেন।

২০১৬ সালে অ্যাঞ্জেলিনা বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন। তার পর থেকেই কখনও সন্তানদের অধিকার, কখনও সম্পত্তি ভাগাভাগি নিয়ে এই মামলায় নানা জটিলতা আসে। কিন্তু অবশেষে জোলির আইনজীবী জানিয়েছেন যে, তিনি বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ করতে চেয়েছেন। আইনজীবী বলেন, ‘‘আট বছর আগে অ্যাঞ্জেলিনা মামলা করেছিলেন। তিনি এবং তাঁর সন্তানেরা ব্র্যাডের সমস্ত সম্পত্তি বহু আগেই ত্যাগ করেছেন। তখন থেকেই অ্যাঞ্জেলিনা শান্তির খোঁজে ছিলেন।’’ আইনজীবী আরও জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তাই এই সিদ্ধান্ত।

যদিও সূত্রের দাবি, ফ্রান্সে একটি আঙুর বাগিচা নিয়ে আইনি জটিলতা নাকি এখনও কাটেনি। দু’পক্ষ ঠিক কোন কোন শর্তে যৌথ ভাবে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া শেষ করতে রাজি হয়েছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

২০১৪ সালে ব্র্যাড-অ্যাঞ্জেলিনা বিয়ে করেন। তাঁরা ছয় সন্তানের অভিভাবক। বিবাহবিচ্ছেদের মামলার পর ২০১৯ সালে আদালত দম্পতিকে ‘সিঙ্গল’ ঘোষণা করে। তার পর থেকে ব্র্যাডের একাধিক সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার নিষ্পত্তি ঘটল।

অন্য বিষয়গুলি:

Brad Pitt angelina jolie Hollywood Actor Hollywood News Divorce Celebrity Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy