Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Cricket Australia

অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দলে ভারতের দুই ক্রিকেটার, আছেন আরও দুই ‘ভারতীয়’

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত দলে জায়গা হয়নি রোহিত, কোহলি, পন্থদের। অস্ট্রেলিয়ার কামিন্স, স্মিথকেও দলে রাখেননি নির্বাচকেরা। নেই পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ়ের কেউ।

picture of Indian cricket team

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ২০:০১
Share: Save:

বছরের সেরা টেস্ট দল বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা)। অস্ট্রেলীয়দের নির্বাচিত দলে জায়গা পেয়েছেন ভারতের দুই ক্রিকেটার। রয়েছেন দুই ভারতীয় ব‌ংশোদ্ভুত ক্রিকেটারও। দলে জায়গা হল না রোহিত শর্মা, বিরাট কোহলির। উইকেটরক্ষক হিসাবে নির্বাচিত হননি ঋষভ পন্থও। নির্বাচিত হননি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্টিভ স্মিথও।

সারা বছরের পারফরম্যান্সের নিরিখে সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মোট ছ’টি দেশের ক্রিকেটারেরা জায়গা পেয়েছেন সেই দলে। প্রত্যাশা মতোই ভারত থেকে রয়েছেন জসপ্রীত বুমরাহ। অন্যতম ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়ালও।

যশস্বী সারা বছর ধারাবাহিক ভাবে রান করেছেন টেস্ট ক্রিকেটে। পার্‌থ টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেছেন। মেলবোর্নের তাঁর ব্যাট থেকে দু’ইনিংসে এসেছে যথাক্রমে ৮২ এবং ৮৪ রান। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও দু’টি শতরান করেছিলেন ২২ বছরের ওপেনিং ব্যাটার। এ ছাড়া ভারতীয় ওপেনার হিসাবে এক ক্যালেন্ডার বছরে করেছেন সর্বোচ্চ রান। ২০২৪ সালে টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে সর্বাধিক ৩৬টি ছক্কাও। স্বাভাবিক ভাবেই টেস্টের সেরা একাদশে ওপেনার হিসাবে যশস্বীকে উপেক্ষা করা সম্ভব হয়নি। তাঁর সঙ্গী ওপেনার ইংল্যান্ডের বেন ডাকেট। ২০২৪ সালে তাঁর ব্যাটিং গড় ৮৭.০৪। তিন নম্বরে ব্যাট করার জন্য বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটকে। তিনি ২০২৪ সালে একটি দ্বিশতরান-সহ ছ’টি শতরানের ইনিংস খেলেছেন। বল হাতেও নিয়েছেন ১১টি উইকেট। ব্যাটিং অর্ডারের চার নম্বরে রয়েছেন নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তিনিও ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলার পাশাপাশি ভারত সফরে এসেও রান করেছেন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই খেলেন ১৩৪ রানের ইনিংস। পাঁচ নম্বরে ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক। সারা বছর ফর্ম ধরে রেখেছিলেন তিনিও। নিউ জ়িল্যান্ড সফরে রান পেয়েছেন। পাকিস্তান সফরে গিয়ে মুলতানে খেলেছিলেন ৩১৭ রানের ইনিংস। ব্যাটিং অর্ডারের ছ’নম্বর জায়গায় রয়েছে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের নাম। তিনি ১৩টি ইনিংসে ১০০০ রান করেছেন। চারটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দলে নির্বাচিত হয়েছেন অ্যালেক্স ক্যারে। তিনি ব্যাট করবেন সাত নম্বরে। উইকেটের পিছনে বেশ ভাল ফর্মে ছিলেন ক্যারে। মোট ৪৬টি আউট করেছেন। ব্যাট হাতেও দলকে ভরসা দিয়েছেন নিয়মিত।

দলে রয়েছেন চার জন বিশেষজ্ঞ বোলার। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত দলের জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি, ভারতের বুমরাহ এবং অস্ট্রেলিয়ার জশ হেজ়লউড। ভারতের মাটিতে নিউ জ়িল্যান্ডের ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জয়ের অন্যতম কারিগর ছিলেন হেনরি। ধারাবাহিকতা বজায় রাখেন গোটা বছর। বুমরাহের নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা অর্থহীন। তিনিই বছরের সেরা টেস্ট বোলার। ১৩টি ম্যাচে ১৪.৯২ গড়ে ৭১টি উইকেট নিয়েছেন। ফর্ম এবং ধারাবাহিকতা বজায় রাখার পুরস্কার পেয়েছেন হেজ়লউডও। যদিও চোটের জন্য তিনি বর্ডার-গাওস্কর সিরিজ়ে একটি টেস্ট খেলতে পেরেছেন। স্পিনার হিসাবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসাবে যে চার জনকে বেছে নিয়েছে, তাঁরা সকলেই আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত দলে। তাঁরা হলেন বুমরাহ, রুট, ব্রুক এবং মেন্ডিস।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, জো রুট, রবীন্দ্র জাডেজা, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারে, ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ, জশ হেজ়লউড এবং কেশব মহারাজ।

অন্য বিষয়গুলি:

Cricket Australia Test Team Jasprit Bumrah Yashasvi Jaiswal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy