আপনার প্রিয় দক্ষিণী সুপারস্টারদের আসল নাম জানেন তো? না, রিল-লাইফের নয় এই নাম তাঁদের রিয়েল-লাইফের। পর্দা কাঁপানো এমনই কয়েকজন তারকার নামের হদিস রইল গ্যালারির পাতায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
আপনার প্রিয় দক্ষিণী সুপারস্টারদের আসল নাম জানেন তো? না, রিল-লাইফের নয় এই নাম তাঁদের রিয়েল-লাইফের। পর্দা কাঁপানো এমনই কয়েকজন তারকার নামের হদিস রইল গ্যালারির পাতায়।
০২০৯
রজনীকান্ত: জানেন কী, অভিনয় জীবনে পা রাখার আগে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসের এক জন বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত? এই নামে খ্যাতির শিখরে পৌঁছলেও তাঁর আসল নাম কিন্তু শিবাজী রাও গায়েকোয়াড়। অভিনয় শুরু পরেই এই নাম পরিবর্তন করেন তিনি।
০৩০৯
চিরঞ্জিবী: একজন এনসিসি ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন চিরঞ্জিবী। তাঁর আসল নাম কোনিদেলা শিবা শঙ্করা ভারা প্রসাদ।
০৪০৯
ধনুশ: তামিল সিনেমার খুবই জনপ্রিয় মুখ ধনুশ। ১৫ বছরের অভিনয় জীবনে তিনি জিতে নিয়েছেন ৩টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তাঁর আসল নাম ভেঙ্কটেশ প্রভু।
মহেশ বাবু: অভিনেতা ও প্রযোজক মহেশ বাবুর সর্বাধিক পরিচিতি তেলুগু সিনেমায়। তাঁর আসল নাম মহেশ ঘাট্টামানেনি।
০৭০৯
জুনিয়র এনটিআর: তেলুগু ছবির জনপ্রিয় মুখ জুনিয়র এনটিআরের আসল নাম জানেন? নন্দমুরি তারকা রামা রাও জুনিয়র। ২০০০ সালে প্রথম অভিনয় জীবনে পা রাখেন তিনি।
০৮০৯
কমল হাসন: অভিনয় হোক বা রাজনীতি, গ্ল্যামারে কোনও অংশে কম যান না জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কমল হাসন। দক্ষ অভিনেতা হিসেবে একগুচ্ছ অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর আসল নাম পার্থসারথি।
০৯০৯
রানা ডগ্গুবতী: তামিল, তেলুগু এবং হিন্দি—সব জায়গাতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন রানা। তাঁর আসল নাম রামানাইডু ডগ্গুবতী।