গত ফেব্রুয়ারি মাসে নিজের বাড়িতেই অগোচরে চিত্রশিকারিদের ক্যামেরায় বন্দি হয়েছিলেন আলিয়া ভট্ট। পাশের বাড়ির ছাদ থেকে গোপনে তোলা হয়েছিল অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি। বিষয়টা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন পর্দার গঙ্গুবাঈ। অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশের সমালোচনা করে আলিয়ার পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন কপূর, অনুষ্কা শর্মা, কর্ণ জোহর সহ মায়ানগরীর বিশিষ্টরা।
স্ত্রীর সঙ্গে এই ঘটনায় এ বার মুখ খুললেন রণবীর। জানালেন তাঁরা আইনি পদক্ষেপ নিতে চলেছেন। সম্প্রতি ছবির প্রচারে একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রণবীর। তিনি বলেছেন, ‘‘এটা তো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। আমার বাড়িতে কী ঘটছে, বিনা অনুমতিতে সেটা কেউই শুট করতে পারেন না।’’ এরই সঙ্গে রণবীরের সংযুক্তি, ‘‘আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছি। তবে বিষয়টা নিয়ে এখনই খুব বেশি কথা বলতে চাই না। তবে যা ঘটেছে সে়টা সত্যিই জঘন্য।’’
আরও পড়ুন:
তবে চিত্রসাংবাদিকদের সঙ্গে সহাবস্থানের কথাও প্রকাশ করেছেন রণবীর। তাঁর মতে, তারকা এবং পাপারাৎজ়ি একই দুনিয়ার অংশ এবং একসঙ্গে কাজ করেন। রণবীর বলেছেন, ‘‘আলোকচিত্রীদের আমরা সম্মান করি। কিন্তু এই ধরনের ঘটনা মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয় এবং তখন ওই মানুষটাকে নিয়ে লজ্জিত মনে হয়।’’
চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ছবিতে রণবীরের অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে।