দোলের দিন
বিপত্তি। কলকাতার এক প্রথম সারির মাল্টিপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিকল! যার জেরে ওই প্রেক্ষাগৃহের
ম্যাটিনি শো-তে ভিকি কৌশল-রশ্মিকা মন্দনা অভিনীত ‘ছাওয়া’ ছবিটি দেখতে পারলেন না
দর্শকেরা। আনন্দবাজার ডট কমকে এ খবর জানিয়েছেন এক দর্শক। তাঁর কথায়, “ছুটির
দিন। ছবিটিও যথেষ্ট জনপ্রিয়। ‘ছাওয়া’ দেখার আশায় প্রায় ষাট শতাংশ দর্শক উপস্থিত
হয়েছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে কেউই ছবিটি দেখতে পেলেন না।” বিরক্ত দর্শকদের
একাংশ এর পরেই ঘেরাও করে প্রেক্ষাগৃহের ম্যানেজারকে। ওই দর্শক জানিয়েছেন, অনেক
বিতণ্ডার পর প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ টিকিটের মূল্য ফেরত দিতে রাজি হয়েছেন।
সাধারণত, প্রত্যেকটি শো শুরু আগে প্রেক্ষাগৃহ পরিষ্কার করা হয়। দেখে নেওয়া হয় যান্ত্রিক খুঁটিনাটি। যাতে শো শুরু হওয়ার পর দর্শকেরা কোনও রকম সমস্যায় না পড়েন। এ ক্ষেত্রে সে সব কি হয়নি? জানেন না দর্শকেরা। আনন্দবাজার ডট কম এ বিষয়ে সবিস্তার জানতে কথা বলেছিল প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ যান্ত্রিক গোলযোগের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, “যান্ত্রিক ত্রুটি তো আর কারও হাতে থাকে না। টিকিট থাকলে আমরা টাকা ফেরত দেব অথবা অন্য শো দেখানোর ব্যবস্থা করব।”
আরও পড়ুন:
মুক্তির আগে থেকেই ভিকি-রশ্মিকার এই ছবিটি চর্চিত। ছবিমুক্তির পর সেটির ব্যবসায়িক সাফল্য তাই ঊর্ধ্বমুখী। ছুটির দিনে ছবিটি যে সমস্ত প্রেক্ষাগৃহে চলছে সেখানে দর্শক সমাগম ঘটবে, সেটাই স্বাভাবিক। সেই কারণে নির্দিষ্ট শপিং মলের এই প্রেক্ষাগৃহেও ভিড় জমেছিল। শেষ মুহূর্তে ভাগ্য যে সহায় হবে না, কে জানত!
দর্শকদের একাংশ জানান, প্রথমে ম্যানেজার জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী টিকিটের দাম ফেরত দেওয়া হবে না। পরবর্তী কোনও শো-তে তাঁরা ছবিটি দেখতে চাইলে সেই ব্যবস্থা করা হবে। পরে দর্শকদের চাপাচাপিতে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ।