ভারতে আরও একটি কারখানা তৈরির পথে তাইওয়ানের চিপ নির্মাতা ফক্সকন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ের ধারে প্রায় ৩০০ একর জমিতে তারা গড়বে দেশের অন্যতম বৃহৎ চিপ তৈরির কারখানা। সংবাদ সংস্থার খবর, ফক্সকন এবং এইচসিএলের যৌথ সংস্থা ভামা সুন্দরীর সেমিকনডাক্টর কারখানা রয়েছে যেখানে, তার পাশেই হবে এটি। ফক্সকন সারা বিশ্বে সবচেয়ে বেশি অ্যাপল-এর আইফোন তৈরি করে। এটাও খবর, অ্যাপলের পণ্য তৈরি হবে সেখানে। চিপও হওয়ার কথা। তবে উত্তরপ্রদেশের এই কারখানায় তারা ঠিক কী তৈরি করবে, তা স্পষ্ট হয়নি। সংস্থা সূত্রের দাবি, এ সংক্রান্ত ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। হলে, জানানো হবে।
বর্তমানে ভারতে বার্ষিক ২ কোটির বেশি আইফোন তৈরি হয়। চাহিদা দেখে ২০২৬-এর মধ্যে তা বাড়িয়ে ২.৪ কোটি করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারি তথ্য বলছে, গত অর্থবর্ষে (২০২৪-২৫) দেশ থেকে মোবাইল রফতানি পেরিয়েছে ২ লক্ষ কোটি টাকা। যা তার আগের বছরের চেয়ে ৫৫% বেশি। এর মধ্যে আই ফোনই হল ১.৫ লক্ষ কোটি টাকার বেশি। যা তৈরি হয়েছে ভারতে ফক্সকনের কারখানায়। সম্প্রতি এ কথা জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রসঙ্গত, বছর আটেক আগেই ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেছিলেন চিনের পরে ভারতকে পরবর্তী উৎপাদন কেন্দ্র হিসেবে দেখছেন। আগামী কয়েক বছরে দেশে গোটা পাঁচেক কারখানা যেমন গড়বেন, তেমনি খুলবেন ১০ লক্ষাধিক কাজের পথ। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ফক্সকন তামিলনাড়ু, তেলঙ্গানা, গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে কারখানা তৈরি করেছে বা তৈরির পথে এগোচ্ছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)