Parzaan Dastur set to get married in February dgtl
Entertainment news
‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মের সেই ছোট্ট সর্দারের বিয়ে। পাত্রী কে জানেন?
সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ঘোষণা করেছেন পরজান। সঙ্গে শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে হাসিমুখের ছবি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১০:৫৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
শাহরুখ, কাজল আর রানি মুখোপাধ্যায়ের সুপারহিট ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’। সেই ফিল্মের জনপ্রিয় চরিত্র সেই ‘সায়লেন্ট সর্দার’।
০২১৩
নিশ্চয়ই আলাদা করে পরিচয় দিতে হবে না। ঠিক ধরেছেন। সারা ফিল্ম জুড়ে আকাশের তারা গুনতে ব্যস্ত ছিল যে।
০৩১৩
সেই সর্দার পরজান দস্তুর এখন ২৯ বছরের দস্তুরমতো হ্যান্ডসাম ব্যাচেলর। এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরজান। বছর ঘুরলেই বিয়ে।
০৪১৩
পাত্রী তাঁর বন্ধু ডেলনা স্রফ। সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ঘোষণা করেছেন পরজান। সঙ্গে শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে হাসিমুখের ছবি। আগামী ফেব্রুয়ারিতেই তাঁরা বিয়ে করছেন।
০৫১৩
মুম্বইয়ের এক পার্সি পরিবারে জন্ম পরজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে মুম্বইয়েই থাকেন পরজান। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক তিনি।
০৬১৩
‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মেই পরজানের ডেবিউ। ফিল্মে তাঁর একটাই ডায়ালগ ছিল, ‘‘তুস্সি যা রহে হো? তুস্সি না যাও।’’ সেই ডায়ালগ এখনও লোকের মুখে মুখে ফেরে।
০৭১৩
এ ছাড়া ‘মোহাব্বতেঁ’, ‘জুবেইদা’, ‘কভি খুশি কভি গম’ ছবিতেও পরজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্ম প্রযোজনাও করেছেন। সেই শর্ট ফিল্মের কাহিনিও তাঁর লেখা।
০৮১৩
পরজানের আরও একটি গুণ রয়েছে। তিনি খুব ভাল পিয়ানো বাজান। ৭ বছর বয়স থেকে পিয়ানো শিখেছেন।
০৯১৩
পরজান-ডেলনার বন্ধুত্ব কলেজে পড়ার সময় থেকেই। গত বছর বান্ধবী ডেলনার কাছে তিনি প্রেম নিবেদন করেন।
১০১৩
গত অক্টোবরে বান্ধবীর কাছে প্রেম নিবেদনের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘১ বছর আগের সেই সুন্দর দিন, যখন সে সম্মতি জানিয়েছিল! আর মাত্র ৪ মাস’।
১১১৩
ডেলনাও মুম্বইয়ের মেয়ে। একটি প্রাইভেট ফার্মের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি।
১২১৩
পরজানের ইনস্টাগ্রামে ডেলনার অনেক ছবি রয়েছে। তার মধ্যে একটি ছবিতে তাঁরা ‘হম তুম’ টি-শার্ট পরে রয়েছেন। সেই ছবি শেয়ার করে পরজান ক্যাপশনে লেখেন, ‘অবশেষে হম তার তুমকে খুঁজে পেয়েছে’।
১৩১৩
অনেকেই জানেন না, ‘হম তুম’ ছবিতে ‘হম’-এর কার্টুন চরিত্রের কণ্ঠ পরজানেরই ছিল।