Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Raktabeej

৭৭তম স্বাধীনতা দিবসে প্রকাশ্যে নন্দিতা-শিবপ্রসাদের পুজোর ছবি ‘রক্তবীজ’-এর পোস্টার

আবীর এবং মিমির পুজোর ছবি ‘রক্তবীজ’। স্বাধীনতা দিবসের দিনে প্রকাশ্যে ছবির পোস্টার। ‘বাঘাযতীন’-এর প্রথম ঝলকের সঙ্গে দৌড়ে কতটা এগোতে পারল এই ছবি?

(বাঁ দিকে) মিমি চক্রবর্তী। আবীর চট্টোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) মিমি চক্রবর্তী। আবীর চট্টোপাধ্যায় (ডান দিকে)। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৩ ১১:৫০
Share: Save:

বাস্তব জীবনের ঘটনা বার বারই পর্দায় তুলে ধরার চেষ্টা করেন পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০২৩ সালের দুর্গাপুজোয় এমনই এক গল্প দর্শকের জন্য সাজিয়েছেন এই পরিচালক জুটি। ২০১৪ সালের ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বিস্ফোরণ ঘটে। কেন ঘটেছিল এই ঘটনা? সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে ছবির প্রথম লুক পোস্টার। এই ছবির মাধ্যমে আবারও দেখা যাবে প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়। দু’জনেই রয়েছেন পুলিশের চরিত্রে। পোস্টারেও তা স্পষ্ট। ‘রক্তবীজ’ ছবির পোস্টারে সেই উত্তেজনাই ফুটে উঠেছে ভিক্টর, মিমি এবং আবীরের মুখে।

 ‘রক্তবীজ’-এর প্রথম পোস্টার।

‘রক্তবীজ’-এর প্রথম পোস্টার। —ছবি সংগৃহীত।

নতুন ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ বললেন,“দুর্গাপুজোর প্রেক্ষপটেই তৈরি আমাদের ছবি। আমি এবং নন্দিতাদি খুবই উত্তেজিত। এটাই প্রথম আমাদের পুজোর ছবি। পোস্টারে স্পষ্ট বোঝা যাচ্ছে খলচরিত্রদের। দুর্গাঠাকুরের সামনে মুখোশ পরা খলচরিত্ররা। প্রশ্ন হল, মুখোশ পরা এই মানুষরা কারা?” উত্তেজিত আবীরও। এই প্রথম বার নন্দিতা এবং শিবপ্রসাদের পরিচালনায় অভিনয় করছেন নায়ক। আবীর বলেন, “আমার জীবনের অন্যতম কঠিন ছবি এটা। নন্দিতাদিদের পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। সবাই খুব পরিশ্রম করেছেন। মারপিটের দৃশ্যে অভিনয় করা সবচেয়ে বেশি উপভোগ করেছি। মিমিও খুব সাহায্য করেছে আমায়।”

নন্দিতা-শিবপ্রসাদ সাধারণত রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি তৈরি করেন না। বেশির ভাগ পারিবারিক ড্রামাই দর্শক পেয়েছেন তাঁদের কাছ থেকে। কিন্তু এই ছবি বানানোর কথা কেন ভাবলেন তাঁরা? উত্তরে শিবপ্রসাদ বলেছিলেন, ‘‘এই ঘটনা নন্দিতাদি আর আমাকে অনেক ভাবিয়েছিল। আমরা রিসার্চ করা আরম্ভ করি। চোখে পড়েছিল খবরের কাগজের বিশেষ একটি নিবন্ধ। অনেকটা কনস্পিরেসি থিয়োরির মতো। রক্তবীজের নেপথ্যে রয়েছে এমনই একটি থিয়োরি। কী ঘটেছিল আমরা জানি, কিন্তু কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি হল আমাদের রক্তবীজ। আমাদের প্রতিটি ছবি বাস্তবের কোনও না কোনও ঘটনার অনুপ্রেরণায় তৈরি। সংশোধনাগারে অলকানন্দা রায়-এর নৃত্য প্রশিক্ষণ থেকে ‘মুক্তধারা’। বিভূতি চক্রবর্তীর কর্মজীবন অনুপ্রেরণায় ‘কণ্ঠ’। পবিত্র চিত্ত নন্দীর বাস্তবজীবন থেকে ‘বেলাশুরু’। এই ছবিও ঠিক সে রকম। আলাদা কোনও ঘরানা বলে দেখছি না।’’

পুজোয় ‘রক্তবীজ’ ছাড়াও মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। রয়েছে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’, দেবের ‘বাঘাযতীন’, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। সদ্য মুক্তি পেয়েছে ‘বাঘাযতীন’-এর প্রথম ঝলক। দর্শকের দেশপ্রেম উস্কে দিতে বেশ কিছু জোরালো সংলাপ শোনা গিয়েছে টিজ়ারে। দেবের সঙ্গে বাঘের লড়াইয়ের এক ঝলকও দেখা মিলেছে। ফলে দর্শক খুবই উত্তেজিত ‘বাঘাযতীন’ নিয়ে। একই সঙ্গে কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিনমাসির’-এর পোস্টার লঞ্চ করেছে আলিপুর চিড়িয়াখানায়। অ্যা়ডভেঞ্চার ছবি দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন দর্শক। এখন পুজোয় কোন ছবি হলে বেশি দর্শক টানতে পারে, তার উপর নজর থাকবে ইন্ডাস্ট্রির।

অন্য বিষয়গুলি:

Shiboprasad Mukherjee Mimi Chakraborty Abir Chatterjee Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy