Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ছোট পর্দায় সিরাজউদ্দৌলা

ধারাবাহিকে সিরাজের নবাবী শাসনের সবটাই দেখানো হবে। সিরাজ এমন একটা চরিত্র যাকে নিয়ে নানা রকম মিথ রয়েছে। ইতিহাসের পথে হেঁটেই ধারাবাহিকের চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

শন ও পল্লবী

শন ও পল্লবী

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

পিরিয়ড পিস করার ঝোঁক ছোট পর্দাতেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে। রোজকার ড্রয়িংরুম ড্রামার চেয়ে আলাদা দৃশ্যপট দর্শকের আগ্রহ তৈরি করছে। সেই সঙ্গে গল্পে যদি ইতিহাস মিশে যায় তা হলে সেটা বাড়তি পাওনা। সিরাজউদ্দৌলাকে নিয়ে নতুন ধারাবাহিক হচ্ছে ছোট পর্দায়। তবে এ কাহিনি বলা হচ্ছে সিরাজের বেগম লুৎফুন্নেসার দৃষ্টিভঙ্গি থেকে। যে কারণে ধারাবাহিকের নাম ‘আমি সিরাজের বেগম’।

ধারাবাহিকে সিরাজের নবাবী শাসনের সবটাই দেখানো হবে। সিরাজ এমন একটা চরিত্র যাকে নিয়ে নানা রকম মিথ রয়েছে। ইতিহাসের পথে হেঁটেই ধারাবাহিকের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। প্রযোজনা সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়া জানাচ্ছে, ওই সময়টাকে যতটা সম্ভব নিখুঁত ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই মতোই তৈরি করা হচ্ছে সেট, পোশাক, গয়না। মুম্বইয়ে একটি স্টুডিয়োয় এই ধারাবাহিকের কিছু অংশের শুট করা হবে বলে জানাচ্ছে প্রযোজনা সংস্থা।

শ্রী পারাবতের এই নামে একটি উপন্যাস আছে। সেটা ভিত্তি করেই ‘আমি সিরাজের বেগম’-এর নির্মাণ। ওই উপন্যাস অবলম্বনে এর আগে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায় অভিনীত বাংলা ছবিও তৈরি হয়েছে। তবে ছোট পর্দায় সিরাজউদ্দৌলা এই প্রথম।

সিরাজের চরিত্রে অভিনয় করছেন শন। যাঁর আর একটা পরিচয় সুপ্রিয়া দেবীর নাতি হিসেবে। লুৎফুন্নেসার চরিত্রে পল্লবী দে। ছবির টাইটেল ট্র্যাকের মিউজ়িক করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ডিসেম্বর নাগাদ ছোট পর্দায় আসছে ‘আমি সিরাজের বেগম’। স্টার জলসা এবং জলসা মুভিজ়ের এগজ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চ্যানেল হে়ড সাগ্নিক ঘোষ বলছেন, ‘‘আশা করব দর্শকের আমাদের নতুন ধারাবাহিক ভাল লাগবে। ‘আমি সিরাজের বেগম’-এ না বলা কিছু গল্প তুলে ধরা হবে। বাংলার ইতিহাসের একটা ছবি আমরা তুলে ধরতে চাইছি এখানে।’’

অন্য বিষয়গুলি:

Siraj ud-Daulah Television
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE