এমা
প্রথাভাঙা কিছু করতে এমটিভির জু়ড়ি নেই। রবিবার সন্ধেয় এম টিভি মুভি এবং টেলিভিশন অ্যাওয়ার্ডে তাই ছিল না কোনও লিঙ্গ বৈষম্য। সেরা অভিনেতা হলেন এমা ওয়াটসন। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির জন্য।
সিনেমায় সেরা অভিনয়ের জন্য একটিই ক্যাটেগরি রেখেছিল এমটিভি। এমার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন জেমস ম্যাকভয়, হিউ জ্যাকম্যানেরা। এমার কাছে হেরে গেলেও বেস্ট ডুয়ো অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যাকম্যান আর তাঁর সহ-অভিনেতা ডাফনে কিন। সেরার পুরস্কার পেয়ে এমা বললেন, ‘‘অভিনয়ের জন্য প্রথম স্বীকৃতি পেলাম। তাও সেখানে, যেখানে লিঙ্গের ভেদাভেদ নেই।’’ কেন এতদিন নারী-পুরুষ আলাদা করে পুরস্কার দেওয়া হতো সেটা নিয়েও প্রশ্ন করেছেন এমা। ‘‘অভিনয় মানে অন্য কারও জুতোয় পা গলানো। সেটা ছেলে বা মেয়ে যেই করুক না কেন। কাজটা একই। তা হলে শুধু লিঙ্গের ফারাকের জন্য আলাদা করে পুরস্কার দেওয়ার কী মানে জানি না,’’ মন্তব্য এমার।
সেরা ছবির শিরোপাও ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ পেয়েছে। বছরের সেরা টেলিভিশন শো হয়েছে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংগস’। সেরা অভিনেতাও এই শোয়েরই মিলি ববি ব্রাউন। টেলিভিশন সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’ থেকে সেরা ভিলেন হয়েছেন জেফ্রি মরগ্যান।
অভিনয়ের কোনও বিভাগেই ছেলে-মেয়ের আলাদা ক্যাটেগরি ছিল না। জেন্ডার নিউট্রাল অ্যাওয়ার্ডই ছিল এ বারের পুরস্কারের মূল মন্ত্র। তবে এমটিভি-ই যে প্রথম বার এটা করল তা নয়। গ্র্যামি কর্তৃপক্ষ অনেক আগেই এই বিভাজন মিটিয়ে দিয়েছিল। সেই ২০১১ সালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy