তনুশ্রী দত্ত। ফাইল ছবি।
তনুশ্রী দত্ত বনাম রাখি সবন্ত।#মিটু বিতর্কে টিনসেল টাউনের শিরোনামে এখন দুই অভিনেত্রী। দিন কয়েক আগে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তনুশ্রীকে আক্রমণ করেছিলেন রাখি। সেই অভিযোগ উড়িয়ে রাখিকে পাল্টা আক্রমণ করেন তনুশ্রী।
রাখি অভিযোগ করেছিলেন, তনুশ্রী তাঁর সম্মানহানি করেছেন। রাখির কথায়, “তনুশ্রী সমকামী। ও বিশ্রী ভাবে আমার শরীরে হাত দিত। রেভ পার্টিতে ড্রাগ নিত।’’ রাখির এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তনুশ্রী। বলেছেন, তিনি কখনই সমকামী ছিলেন না। সিগারেট বা মদ খান না তিনি। রাখির নাম না করে তাঁকে, ‘বিকৃত চরিত্রের এক মহিলা যিনি পুরুষতন্ত্রের প্রতিনিধি’, বলে উল্লেখ করেন তনুশ্রী।
দিন কয়েক আগে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। সেই অভিযোগের পর গোটা দেশে শুরু হয়েছে ‘#মিটু’ ঝড়।
আরও পড়ুন: ১৮০০ বছরের প্রাচীন কঙ্কালের মুখে সোনার পাত, রহস্যভেদ ১৫০ বছরে!
অনেকেই তনুশ্রীকে সমর্থন করেছেন, ভাগ করে নিয়েছেন নিজের হেনস্থার অভিজ্ঞতাও। কেউ চুপচাপ এড়িয়ে গিয়েছেন। কিন্তু প্রথম থেকেই তনুশ্রীর বিরোধিতা করে আসছেন রাখি সবন্ত।
সাংবাদিক সম্মেলনে তনুশ্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাখি, দেখুন সেই ভিডিয়ো:
“Woh LESBIAN hai aur usne mera RAPE kia: “ #RakhiSawant ’s SHOCKING claims about #TanushreeDutta pic.twitter.com/qWrUOHPDqn
— BollyHungama (@Bollyhungama) October 24, 2018
এ জন্য রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন তনুশ্রী। পাল্টা তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করার কথা বলেছেন রাখিও।
আরও পড়ুন: বরফের দেশে দেব-রুক্মিণী দু’জনে, অথচ...
এখানেই শেষ নয়, সম্প্রতি সংবাদ সম্মেলন করে রাখি অভিযোগ করেন, তনুশ্রী একজন সমকামী এবং তিনি নাকি রাখিকে ধর্ষণও করেছেন।
আরও পড়ুন: লেক কোমোর এই প্রাসাদেই নাকি বিয়ে হচ্ছে দীপিকা-রণবীরের
রাখির দাবি, “১২ বছর আগে তনুশ্রী আমার প্রিয় বন্ধু ছিল। বিভিন্ন রেভ পার্টিতে আমরা যেতাম। সেখানে তনুশ্রী প্রচুর ড্রাগ নিত। আমাকেও ড্রাগ নিতে বাধ্য করত। ও আমার শরীরের বিভিন্ন জায়গায় খারাপ ভাবে হাত দিত। বলিউডে অনেক সমকামী রয়েছে। তনুশ্রীও সমকামী।’’
আরও পড়ুন: মৃত মায়ের সঙ্গে বাড়িতে একা দু’বছরের শিশু, ট্রেলারেই ভয় ধরাচ্ছে ‘পিহু’
এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার তনুশ্রী বলেন, ‘‘আমি একেবারেই মাদকাসক্ত নই, সিগারেট ও মদ খাই না। আমি অবশ্যই সমকামী নই। আমি এমন একজন নারী যাকে এই পুরুষতান্ত্রিক সমাজের আবর্জনার কীটরা নিয়ন্ত্রণ করতে চেয়েও পেরে উঠছে না। তারপরও বিকৃত চরিত্রের কেউ নিজের চরিত্র বিসর্জন নিয়ে আমাকে চুপ করানোর চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। এটি একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যা সমাজের মনোভাব পরিবর্তন করতে পারে সেটি যেন ব্যঙ্গ-মশকরায় পরিণত না হয়।’’
রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy