Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Covid Death

‘কোভিডে নয়, চিকিৎসার অব্যবস্থায় ২ কাছের মানুষকে হারালাম’, ক্ষোভ প্রিয়ঙ্কার তুতো বোনের

পরিবারে ম়ৃত্যুমিছিল দেখে হতভম্ব তিনি সম্প্রতি কোভিড মুক্ত হওয়া অভিনেত্রী।

চিকিৎসার অব্যবস্থায় ক্ষুব্ধ প্রিয়ঙ্কার তুতো বোন মীরা

চিকিৎসার অব্যবস্থায় ক্ষুব্ধ প্রিয়ঙ্কার তুতো বোন মীরা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২১ ২৩:২৮
Share: Save:

গত ১০ দিনে পরিবারের দু’জন সদস্যকে হারিয়েছেন অভিনেত্রী মীরা চোপড়া। মেনে নিতে পারছেন না এই পরিস্থিতি। আঙুল তুললেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার দিকে।

অভিনেত্রী প্রিয়ঙ্কা এবং পরিণীতি চোপড়ার তুতো বোন মীরা চোপড়া। সম্প্রতি তাঁর দুই তুতো ভাইকে হারিয়েছেন তিনি। খুবই ঘনিষ্ঠ ছিলেন তাঁরা। এক জন বেঙ্গালুরুতে দু’দিন ধরে খুঁজেও কোনও আইসিইউ পাননি। দ্বিতীয় জনের অক্সিজেনের মাত্রা আচমকাই নীচে নেমে যায়। ব্যবস্থা করা যায়নি অক্সিজেনের। দু’জনেরই বয়স ৪০-এর কোঠায়। এই দু’টি ঘটনার পরে দেশের প্রশাসনের উপরে ক্ষোভ তৈরি হয়েছে অভিনেত্রীর। তাঁর মত, গত বছর লকডাউন করা হয়েছিল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। একটি সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, ‘‘ তার পরেও কোভিডের দ্বিতীয় ঢেউ সামলানোর জন্য কোনও পরিকাঠামোই তৈরি হয়নি। মনে হচ্ছে, মানুষের প্রাণগুলো যেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছে।’’

নিজে সম্প্রতি কোভিড মুক্ত হওয়া অভিনেত্রী এখন মানসিক ভাবে বিধ্বস্ত। পরিবারে ম়ৃত্যুমিছিল দেখে হতভম্ব তিনি। নিজেকে অসহায় এবং অপ্রয়োজনীয় লাগছে বলে জানালেন মীরা। ভয় হচ্ছে তাঁর, ‘‘যদি আরও কাছের মানুষকে হারাই!’’ তাই এখন তাঁর উপলব্ধি, ‘‘দেশ গর্তে পড়ে গিয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Covid Death COVID-19 Meera Chopra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE