‘দ্য সেন্স অব অ্যান এন্ডিং’ এর একটি দৃশ্য।
প্রথম ছবিতেই চমকে দিয়েছিলেন পরিচালক রিতেশ বাত্রা। বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে আসার পর দেশেও বক্স অফিসে সাফল্য পেয়েছিল তাঁর ‘লাঞ্চবক্স’। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘লাঞ্চবক্স’। তারপর ৪ বছর কাটতে চলেছে। আর কোনও ছবি মুক্তি পায়নি রিতেশের।
অবশেষে নতুন ছবি নিয়ে ফিরছেন তিনি। জুলিয়ান বার্নেসের উপন্যাস নিয়ে ইংরেজি ভাষাতে রিতেশ তৈরি করে ফেলেছেন তাঁর নতুন ছবি। উপন্যাসের নামেই ছবির নাম ‘দ্য সেন্স অব অ্যান এন্ডিং’। রিতেশের নতুন এই ছবি আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে। কিন্তু ভারতে এই ছবি রিলিজ করাতে হাজারো সমস্যার সামনে পড়তে হচ্ছে পরিচালককে।
২৪ মার্চ ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। তখন রিতেশ বলেছিলেন, “ছবির ভাষা ইংরেজি বলে আমি জানতাম দেশে মুক্তি পেতে সমস্যা হবে।” শেষ পর্যন্ত ছবিটা এ দেশে মুক্তি পায়নি।
একটি সূত্রের খবর অনুযায়ী ছবিটা ব্রিটিশ ধাঁচের হওয়ায় এ দেশে রিলিজ করাতে তেমন ভাবে কেউ আগ্রহী হননি। দর্শকরা এর মধ্যে ভারতীয় কোনও আঁচ পাবেন না বলেই আশঙ্কা করেছিলেন পরিবেশকরা। অস্কার পাওয়া ইংরেজি ছবিও এ দেশে বাণিজ্যিক ভাবে মুখ থুবড়ে পড়েছে বহু বার। ঠিক যেরকম ভাবে মুনলাইট বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তার উপরে বক্সঅফিসে এই মুহূর্তে শুধুই বাহুবলী রাজ।
আরও পড়ুন: শ্রুতি হাসনকে ‘বোন’ বলতে নারাজ রাজকুমার রাও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy