বের্নার্দো বের্তোলুচি।
ইটালির প্রখ্যাত এবং বিতর্কিত পরিচালক বের্নার্দো বের্তোলুচি (৭৭) মারা গেলেন। কিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রোমে নিজের বাড়িতেই সোমবার সকালে জীবনাবসান হয় তাঁর।
‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’, ‘দ্য কনফর্মিস্ট’, ‘দ্য লাস্ট এম্পেরর’-এর স্রষ্টা তাঁর কেরিয়ার শুরু করেন আর এক বিখ্যাত ও বিতর্কিত পরিচালক পিয়ের পাওলো পাসোলিনির সহকারী হিসেবে। পরের বছর, অর্থাৎ ১৯৬২ সালেই ২১ বছর বয়সে বের্নার্দোর প্রথম পরিচালনা ‘দ্য গ্রিম রিপার’। এর পরে ‘বিফোর দ্য রেভলিউশন’।
আন্তর্জাতিক চলচ্চিত্রে প্রথম সারিতে উঠে আসা ১৯৭০ সালে, ‘দ্য কনফর্মিস্ট’ ছবির সৌজন্যে। সেটাই তাঁর প্রথম অস্কার মনোনয়ন। পরের ছবিই বহু বিতর্কিত ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’, যেখানে মার্লন ব্র্যান্ডো এবং তরুণী অভিনেত্রী মারিয়া শ্নাইডারের অবাধ যৌনদৃশ্য অনেক দেশেই ছবিটিকে সেন্সরের মুখে ফেলে।
বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি বলে গণ্য হলেও মার্লন এবং বের্নার্দো আগে থেকে কিছু না বলে মারিয়াকে একটি দৃশ্যে যৌন নির্যাতনের ভাগী করেছিলেন বলে অভিযোগ ওঠে। মারিয়া দীর্ঘদিন সেই ট্রমা কাটাতে পারেননি বলে জানান। বের্নার্দো ঘটনাটা অস্বীকার করতে পারেননি, ভুল বোঝাবুঝি বলে দাবি করেছিলেন। কিন্তু নৈতিকতা এবং লিঙ্গবৈষম্যের প্রশ্নে এখনও ঘটনাটি বারবার আলোচিত হয়।
এর পরে বের্তোলুচির সবচেয়ে নামকরা ছবি ‘দ্য লাস্ট এম্পেরর’ (১৯৮৭), যা ৯টি অস্কার জেতে। নব্বইয়ের দশকে ‘লিটল বুদ্ধ’ ছবির জন্য বের্তোলুচি ভারতেও কাটিয়েছিলেন কিছুটা সময়। দিল্লির বস্তি থেকে ছোট্ট রাজুকে বেছে নিয়েছিলেন ছবির অন্যতম অভিনেতা হিসেবে। দরিদ্র সন্তান রাজুর জীবনে ওই ছবি ছিল হঠাৎ আলোর ঝলক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy