Interesting Facts about National Award Winner Actor Ayushmann Khurrana dgtl
Ayushmann Khurrana
এক সময় ট্রেনে গান করতেন জাতীয় পুরস্কারজয়ী আয়ুষ্মান!
তিনি সেই বিরল কুশীলবদের মধ্যে একজন, যিনি অভিনয়ের পাশাপাশি ভালবাসেন বই পড়তে, কবিতা লিখতে, গান করতে। হিন্দিতে নিয়মিত লেখেন নিজের ব্লগে। বহু নেটিজেনই তাঁর ব্লগের গুণমুগ্ধ পাঠক। চার বছর বয়সে ‘তেজাব’-এ মাধুরী দীক্ষিতকে দেখেই নায়ক হওয়ার স্বপ্ন। অভিনয়ের ইচ্ছে বাস্তবে পরিণত হল কলেজে, থিয়েটার দিয়ে। সঙ্গে টেলিভিশনে রিয়েলিটি শো-এ অংশ নেওয়া। ২০০৪ সালে রোডিজ ২-এ জয়ী ২০ বছর বয়সে। প্রথম চাকরি দিল্লিতে, রেডিও জকি হিসেবে। এরপর বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শো সঞ্চালনা করেছেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৯ ১৪:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
জন্মের পরে বাবা মা নাম রেখেছিলেন ‘নিশান্ত’। কিন্তু সে নাম পাল্টে দেন তাঁরাই, ছেলের তিন বছর বয়সে। নতুন নাম রাখা হয় ‘আয়ুষ্মান’। পরিবারে অভিনয়ের শিকড় না থাকলেও নিজেকে অভিনেতা হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। চণ্ডীগড়ের ছেলেটির কাছে ‘ভিকি ডোনার’ থেকে শুরু করে জাতীয় পুরস্কার জয়ের পথ বিশেষ কুসুমকোমল ছিল না।
০২১৪
আয়ুষ্মানের জন্ম চণ্ডীগড়ে, ১৯৮৪-র ১৪ সেপ্টেম্বর। তাঁর বাবা পি খুরানা একজন জ্যোতিষী। মা অনিতা মায়ানমারের মেয়ে, গৃহবধূ। সেন্ট জনস হাইস্কুলের পরে ইংরেজি সাহিত্য নিয়ে আয়ুষ্মানের পড়াশোনা ডিএভি কলেজে। এরপর পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর।
০৩১৪
তিনি সেই বিরল কুশীলবদের মধ্যে একজন, যিনি অভিনয়ের পাশাপাশি ভালবাসেন বই পড়তে, কবিতা লিখতে, গান করতে। হিন্দিতে নিয়মিত লেখেন নিজের ব্লগে। বহু নেটিজেনই তাঁর ব্লগের গুণমুগ্ধ পাঠক।
০৪১৪
চার বছর বয়সে ‘তেজাব’-এ মাধুরী দীক্ষিতকে দেখেই নায়ক হওয়ার স্বপ্ন। অভিনয়ের ইচ্ছে বাস্তবে পরিণত হল কলেজে, থিয়েটার দিয়ে। সঙ্গে টেলিভিশনে রিয়েলিটি শো-এ অংশ নেওয়া। ২০০৪ সালে রোডিজ ২-এ জয়ী ২০ বছর বয়সে। প্রথম চাকরি দিল্লিতে, রেডিও জকি হিসেবে। এরপর বিভিন্ন চ্যানেলে রিয়েলিটি শো সঞ্চালনা করেছেন।
০৫১৪
বড় পর্দায় আত্মপ্রকাশ ২০১২-এ, সুজিত সরকারের ‘ভিকি ডোনার’-এ। গানও গেয়েছিলেন ছবিতে। প্রথম ছবিতেই জোড়া ফিল্মফেয়ার পুরস্কার। সেরা অভিনেতা ও সেরা প্লে ব্যাক গায়ক। কেরিয়ারের শুরু থেকেই একটু অন্য রকম ছবিতে অভিনয় করতে ভালবাসেন।
০৬১৪
‘বরেলী কি বরফি’, ‘দম লাগা কে হাইসা’, ‘বধাই হো’, ‘অন্ধাধুন’ এবং ‘আর্টিকল ১৫’ আয়ুষ্মানের সেই ‘অন্য রকম’ ধারার ছবিতে অভিনয়কেই জোরালো ভাবে প্রতিষ্ঠিত করে। তাঁর ছবি সামাজিক বার্তাকেও পৌঁছে দেয়।
০৭১৪
দীর্ঘ দিনের প্রেমিকা তাহিরা কাশ্যপকে আয়ুষ্মান বিয়ে করেন ২০০৮ সালে। তাঁদের আলাপ ক্লাস টুয়েলভে, ফিজিক্স কোচিং ক্লাসে। আয়ুষ্মানের নাম প্রথমে তাহিরা জানতেন ‘অভিষেক’ বলে।
০৮১৪
আয়ুষ্মান-তাহিরার ছেলে বীর্যবীরের জন্ম ২০১২ সালে। তার দু’বছর পর সংসারে নতুন অতিথি, তাহিরা-আয়ুষ্মানের মেয়ে, বরুষ্কা। আয়ুষ্মানের ভাই অপারশক্তিও একজন রেডিয়ো জকি। তিনি অভিনয় করেছিলেন আমির খানের ‘দঙ্গল’-এ।
০৯১৪
২০১৮-এ আয়ুষ্মান-তাহিরার দাম্পত্যে অপ্রত্যাশিত আঘাত। ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে তাহিরার। আয়ুষ্মান পরে বলেছেন, এ কথা জানার পরে বেশ কয়েক দিন বিনিদ্র রজনী কাটান তিনি। তাহিরার মানসিক শক্তিই তাঁকে প্রেরণা দিয়েছে লড়াই শুরু করার।
১০১৪
সে সময় সকালে শুটিং, সিনেমার প্রচারে ব্যস্ত থাকতেন আয়ুষ্মান। রাতে হাসপাতালে যেতেন স্ত্রীর কাছে। তাহিরাও জানিয়েছেন, আয়ুষ্মানকে ছাড়া তিনি ক্যানসারের বিরুদ্ধে সংগ্রামে এগোতে পারতেন না। কেমোথেরাপির পরে এখন রোগমুক্তির পথে তাহিরা। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছিলেন কেমোথেরাপির পরে তাঁর কেশহীন মাথার ছবি।
১১১৪
তবে তাঁদের বিয়েতেও ওঠাপড়া এসেছে। সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহিরা জানিয়েছেন, তিনি ‘ভিকি ডোনার’-এ স্বামীকে কিস করতে দেখে মেনে নিতে পারেননি। আরও নানা কারণে চেয়েছিলেন ডিভোর্স করতে। কিন্তু সম্পর্ক ধরে রেখেছেন আয়ুষ্মানই। আয়ুষ্মানের পাশাপাশি তাহিরাও কলম ধরেছিলেন আয়ুষ্মানের জীবনী ‘ক্র্যাকিং দ্য কোড-মাই জার্নি টু বলিউড’-এর জন্য।
১২১৪
প্রথম দিকে আয়ুষ্মানের বিপুল মহিলা ফ্যান ফলোয়িং দেখে রেগে যেতেন, বিরক্ত হতেন তাহিরা। এখন পাল্টে ফেলেছেন নিজেকে। বুঝেছেন, এ সবই তারকা-জীবনের অঙ্গ।
১৩১৪
কলেজে পড়ার সময়ে বন্ধুদের সঙ্গে দিল্লি-মুম্বই দূরপাল্লার ট্রেনের কামরায় গান গাইতেন আয়ুষ্মান। তাঁদের পারফরম্যান্সে খুশি হয়ে টাকা দিতেন যাত্রীরা। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন, একবার এত টাকা জমেছিল, তাঁরা সবাই মিলে গোয়া বেড়াতে চলে গিয়েছিলেন।
১৪১৪
অতীতের কথা মনে রেখে নিজেকে ‘ট্রেন সিঙ্গার’-ও বলতে ভালবাসেন জাতীয় পুরস্কারের মঞ্চে যুগ্ম ভাবে সেরা নায়ক আয়ুষ্মান খুরানা।