Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Entertainment News

‘আমি যোগিনী, আমার বিরুদ্ধে ড্রাগ পাচারের সব অভিযোগ মিথ্যে’

২ হাজার কোটি টাকার ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজে তো সেই সব অভিযোগ অস্বীকার করলেন বটেই, সঙ্গে এও জানালেন, তিনি এখন নিষ্পাপ যোগিনী। তিনি মমতা কুলকার্নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩০
Share: Save:

২ হাজার কোটি টাকার ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নিজে তো সেই সব অভিযোগ অস্বীকার করলেন বটেই, সঙ্গে এও জানালেন, তিনি এখন নিষ্পাপ যোগিনী। তিনি মমতা কুলকার্নি।

সম্প্রতি কেনিয়ার মোম্বাসা থেকে এক ভিডিও বার্তায় মমতা বলেছেন, ‘‘আমি একজন যোগিনী। গত ২০ বছর ধরে ধর্মীয় কাজকর্মের সঙ্গে আমি জড়িত। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সে সবই মিথ্যে।’’

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুকে চিঠি লিখে মমতা তাঁকে মাদক মামলায় টেনে আনার জন্য মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, ‘‘আমি কখনও ভারতীয় আইন অবমাননা করিনি। এমন কিছু করিনি যা দেশের লজ্জার কারণ হয়। আমাকে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ও ঠানে পুলিশের যড়যন্ত্রের শিকার হতে হচ্ছে।’’

গত বছর ১৮ জুন থানে পুলিশ ২ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার পর এই মামলায় নাম উঠে আসে মমতা কুলকার্নির। কারণ এই মামলার অন্যতম অভিযুক্ত মমতার স্বামী তথা ভিকি গোস্বামী। সেই সূত্রেই জড়ায় মমতারও নাম। ঠানে পুলিশ এই ঘটনায় সিবিআইয়ের দ্বারস্থ হয় এবং মমতা ও ভিকির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে। তার পর থেকেই নানা ভাবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মমতা।

আরও পড়ুন, ‘কে বলল ড্রাগ মাফিয়া ভিকি আমার বর?’

অন্য বিষয়গুলি:

Mamta Kulkarni drug Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE