লিয়াম নিসন। ছবি: এএফপি।
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন কৃষ্ণাঙ্গ মানুষকে খুন করবেন বলে! কারণ তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে কোনও এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। নর্দার্ন আয়ারল্যান্ডের সেই অভিনেতা লিয়াম নিসন নিজেই তাঁর অতীতের এই অভিজ্ঞতা জানিয়েছেন সংবাদমাধ্যমে।
‘কোল্ড পারস্যুট’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে এই স্বীকারোক্তি নিসনের। ছবিটিতে প্রতিশোধকামী নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতাম। ভাবতাম ওই রকম কারও সঙ্গে দেখা হবে। কোনও পাব থেকে বেরিয়ে আসবে কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি...তার পর আমার উপরে চড়াও হবে! যার পরে আমিও তাকে মারতে পারব। এক সপ্তাহের বেশি সময়ে এই রকম একটা মানসিকতা নিয়ে ঘুরেছিলাম।’’
যা শোনার পরে ব্রিটিশ দৈনিকের প্রশ্নকর্তা এবং ‘কোল্ড পারস্যুট’-এ নিসানের সহ অভিনেতা টম বেটম্যান বলেন, ‘ভয়ঙ্কর স্বীকারোক্তি।’ নিসন নিজেও সেটা মেনে নেন। সোমবার সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎই এই কথা বলে বসেন অভিনেতা। তার পরে বলেন, ‘‘বুঝেছিলাম এমন ভাবনাটাই ভয়ঙ্কর।’’
নর্দার্ন আয়ারল্যান্ডে দশকব্যাপী হিংসার (যা ‘ট্রাবলস’ নামে পরিচিত) আবহে বেড়ে ওঠা নিসনের। অভিনেতা বলেছেন, ‘‘সে সময়ে অনশন করে কত ছেলে মরল। হিংসায় জড়িয়েছিল আমার পরিচিত বেশ কয়েক জন। প্রতিশোধ কখনও কখনও প্রয়োজন। কিন্তু সেটা আরও ভয়ানক প্রতিশোধের দিকে নিয়ে যায়। আরও মৃত্যু। নর্দার্ন আয়ারল্যান্ড তার প্রমাণ। সারা বিশ্ব জুড়ে চলা হিংসাও তার প্রমাণ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy