এক দশক আগেও সন্ধে হলেই বেশির ভাগ ড্রয়িং রুমে জাঁকিয়ে বসত মেগা সাগা। রাত সাড়ে এগারোটা-বারোটা অবধি চলত তুলসী, কুমকুম, পার্বতী, কাশিশ, প্রেরণাদের রাজত্ব। সৌজন্যে একতা কপূর। বলা ভাল, তিনি প্রায় একাই বদলে দিয়েছিলেন ভারতীয় টেলিভিশনের সিরিয়ালের যাত্রাপথ। একটা সময়ে যখন টিভির দুনিয়ায় রীতিমতো ভাঁটা চলছে, তখন একতার নয়া মন্ত্রেই প্রাণ ফিরে পেয়েছিল টেলি-দুনিয়া। সেই সময়টায় যখন একের পর এক নতুন মুখ হয়ে উঠেছে দর্শকদের কাছের, তেমনই খলনায়কদের প্রতি জন্মেছে প্রায় গণরোষ। মেগার মূল অভিনেতাদের কেউ কেউ যেমন নিজের প্রতিভার জোরে টিকে থেকেছেন ইন্ডাস্ট্রিতে, তেমনই কেউ কেউ আবার হারিয়ে গিয়েছেন মূলস্রোত থেকে। আনন্দ প্লাস খোঁজ করল তেমনই কিছু ছিন্নমূলের।
মোনা সিংহ : ব্রেস পরা উঁচু দাঁত, মোটা কালো ফ্রেমের চশমা, অদ্ভুত হেয়ার কাট আর পরনে প্রায় গলাবন্ধ চুড়িদার... এ হেন জসমিত ওয়ালিয়া ওরফে জস্সি চাকরিসূত্রে যোগ দেয় এক ফ্যাশন হাউসে। তার পর পুরনো দিনের মানসিকতা নিয়ে ঠোক্কর খেতে খেতে উঠে আসা ‘জস্সি’ মোনা সিংহ হয়ে উঠেছিলেন সকলের প্রিয়। এর পর ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ বা ‘পেয়ার কো হো জানে দো’র মতো কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন মোনা। বেশ কিছু রিয়্যালিটি শো উপস্থাপনাও করেন। ‘থ্রি ইডিয়টস’-এও ছিলেন মোনা। তবে মোনাকে শেষ দেখা যায় ‘কবচ... কালীশক্তি সে’তে।