Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Naina Ganguly

তিনশো মেয়ের মধ্যে রামগোপাল স্যর আমায় পছন্দ করেন: নয়না

‘চরিত্রহীন’ ওয়েবসিরিজে নয়না গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। তবে নয়না এই মুহূর্তে বলিউডে মনোযোগী। কলকাতায় এসে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে আড্ডা জমালেন তিনি।‘চরিত্রহীন’ ওয়েবসিরিজে নয়না গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। তবে নয়না এই মুহূর্তে বলিউডে মনোযোগী। কলকাতায় এসে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে আড্ডা জমালেন তিনি।

নয়না গঙ্গোপাধ্যায়

নয়না গঙ্গোপাধ্যায়

সুচরিতা দে
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩০
Share: Save:

বাংলা ওয়েব সিরিজের পর বাংলা সিনেমায় দর্শক নয়নাকে কবে দেখতে পাবে?

বাংলা ছবিতে যদি খুব ভাল বিষয় ও ভাল পরিচালক হয় তাহলে অবশ্যই আমি বাংলা সিনেমা করব। তবে এই মুহূর্তে আমি হিন্দি প্রজেক্টের দিকেই ফোকাস করতে চাই।

তেলুগু ছবি ‘জহর’-এ যে ধরনের চরিত্র করেছেন, সেটার সঙ্গে বাংলা ওয়েব সিরিজের কোনও মিল নেই। এই ছবিটা করার বিশেষ কারণ আছে?

আসলে এমন নয় যে অনেক অফার আসে।তবে আমি যখনই কোনও চিত্রনাট্য পাই, চেষ্টা করি চ্যালেঞ্জিং চরিত্র বাছার, এবং সেই ছবির কাজই নিই। যেমন ‘চরিত্রহীন’-এ বেশ বোল্ড চরিত্র ছিল, সঙ্গে অভিনয়েরও সুযোগ ছিল। তেমনই ‘জহর’ ছবিতে আমি গ্রামের মেয়ের চরিত্র করছি যে রাস্তায় সার্কাস দেখাতে দেখাতেই একজন অ্যাথলিট হয়ে ওঠে। ছবিতে কোনও হিরো নেই। আমি প্রধান চরিত্র। আবার আমার আগামী যে চারটি হিন্দি ছবি বেছেছি, সেগুলো সবই আলাদা আলাদা চ্যালেঞ্জিং চরিত্র। কোনওটায় বোল্ড গ্ল্যামারাস চরিত্র, কোনওটায় গ্রামের মেয়ে, আবার আর একটায় হাউজওয়াইফ।

নয়না মানেই হট ডিভা নাকি অভিনেত্রী, কোন তকমা পছন্দ?

দর্শকরা আমাকে যেভাবে পছন্দ করবেন সেভাবেই দেখতে পাবেন। তবে আমি নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে চাই।

অন্য লুকে নয়না

রামগোপাল বর্মা আপনার মেন্টর, আপনার সঙ্গে কথা বলে তাই মনে হয়। আপনাকে কীভাবে প্রভাবিত করেছেন তিনি?

হ্যাঁ, আমি সব সময়েই আর জি বি স্যরের নাম নিই। ওঁর কথা বলি। কারণ, প্রায় তিনশো মেয়ের মধ্যে আমাকে পছন্দ করেছিলেন। জানিনা, আমার মধ্যে উনি কী দেখেছিলেন, আমাকে উনি প্রশ্ন করেছিলেন, আসলে সবাইকেই করেন, যে আমি কী হতে চাই,পরিণীতি চোপড়া নাকি সানি লিওনি। আমি বলেছিলাম পরিণীতি হতে চাই। উনি বুঝতে পেরেছিলেন আমি অভিনেত্রী হতে চাই।যখনই কোনও অফার পাই, আমি কনফিউজড থাকলে ওঁকে জিজ্ঞেস করি। গল্প শুনেই বলে দেন কোনটা হিট হবে। চরিত্রহীন-এর গল্প শুনেই বলেছিলেন এটা হিট হবে।স্যর বলেন, কোনও চরিত্র করতে গিয়ে কনফিউজড হলে সেটা না করাই ভাল। কারণ, অভিনয় করতে গিয়ে আড়ষ্ট হলে দর্শকদের চোখে ভাল লাগবে না। ওঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। বেশি টেক নেন না। তাছাড়া কত তারকা পেয়েছে বলিউড ওঁর থেকে। বিবেক ওবেরয়, মনোজ বাজপেয়ী— লম্বা লিস্ট(হাসি)।

আরও পড়ুন-বিচ লুকে উষ্ণতা বাড়াচ্ছেন বিরুষ্কা, মুগ্ধ নেটিজেনরা...

ওঁর কোন ছবি আপনার পছন্দ? আর ওঁর ছবির মধ্যে কোন চরিত্র করতে চাইবে?

ওঁর সব ছবি একটার থেকে অন্যটা আলাদা। লম্বা লিস্ট আছে। ‘মস্ত’, ‘শিবা’,‘রক্ত চরিত্র’, ‘ভূত’, ‘সরকার’, ‘রঙ্গিলা’।তবে আমি যদি সুযোগ পাই ‘রঙ্গিলা’ ও ‘মস্ত’-এর নায়িকার চরিত্র করতে চাইব।

রামগোপাল বর্মার সঙ্গে যে ছবি করছেন সেই বিষয়ে যদি কিছু বলেন?

হ্যাঁ, স্যরের সঙ্গে অনেক প্রজেক্ট করছি, তবে একটি ছবির কাজ প্রায় শেষ। আমি কলকাতায় আসার আগেই বিজয়ওয়াড়ায় ক্লাইম্যাক্স শুট করে এলাম। দুটো গান শুট হলেই দর্শক দেখতে পাবে। এই গল্পটা ধারাভি-র একটি মেয়ের গল্প। মূলত লাভ স্টোরি।

স্ট্রাগল করে অভিনয়ে পা রেখেছেন নয়না

আরও পড়ুন- মধ্যরাতে রণবীরের বাড়ি থেকে বেরোলেন আলিয়া, চোখ দেখে নেটিজেনরা ভাবলেন...

এই ছবির গল্পের সঙ্গে আর জি বি-র অন্য কোনও ছবির মিল আছে?

আসলে স্যর তো রিয়েল লাইফ থেকেই চরিত্র করে। আমার মনে হয়েছে ‘মস্ত’ ও ‘রঙ্গিলা’র মতোই লাভ স্টোরি।

বলিউডে নিজের জায়গা করা কতটা কঠিন হয়?

অনেক স্ট্রাগল করতে হয়। আমার বাড়িতে আমি প্রথম অভিনয়ে এসেছি। প্রচুর অডিশন দিতে হয়। আমি অনেক পরে গিয়েছি রামগোপাল বর্মার কাছে। কারণ, আমি সিলেক্ট হব ভাবতেই পারিনি। তবে অনেকের মধ্যে আমায় পছন্দ করে স্যর মিডিয়াতে জানিয়েছেন, নয়না গঙ্গোপাধ্যায় ওঁর আগামী ছবিতে বলিউডে ডেবিউ করছে। বাকিটা ছবি মুক্তির সময় জানাবো আপনাদের(হাসি)।

অন্য বিষয়গুলি:

Naina Ganguly Ram Gopal Varma Celebrity Inetrview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy