বিপাকে অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধীর ছবি ‘ফুলে’র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের উপর ক্ষোভ উগরে দেন পরিচালক। তার পর থেকেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে। এমনকি অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। বেগতিক দেখে ক্ষমা চেয়েছেন পরিচালক। কিন্তু বিতর্ক এখানেই থেমে যায়নি।
বলিউডের গীতিকার তথা চিত্রনাট্যকার মনোজ মুনতাশিরের নিশানায় অনুরাগ। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির পরিচালককে মানসিক ভাবে বিকারগ্রস্ত বলেও দাবি করেছেন তিনি। তার সঙ্গে অনুরাগের দিকে একটি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মনোজ।
“ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?” ব্রাহ্মণদের উদ্দেশে অনুরাগের এই মন্তব্য ঘিরেই বিতর্ক। সমাজমাধ্যমেও এই মন্তব্যের জন্য রোষের মুখে পড়েছেন তিনি। মনোজ সমাজমাধ্যমে অনুরাগকে বিঁধে লিখেছেন, “আয় কম হলে, খরচে রাশ টানতে হয়। আবার জ্ঞান কম থাকলে, নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে হয়। অনুরাগ কাশ্যপ, আপনার আয় ও জ্ঞান দুটোই খুব কম। তাই আপনার দুটোই নিয়ন্ত্রণ করা উচিত।”
আরও পড়ুন:
এর পরে হুঁশিয়ারি দিয়ে মনোজ লিখেছেন, “আপনার মধ্যে এমন কিছু নেই যে আপনি ব্রাহ্মণদের ঐতিহ্যকে কলুষিত করতে পারবেন। তবে আপনি তো আপনার মনোবাসনা প্রকাশ করেছেন। আমি আপনাকে কিছু ছবি পাঠাচ্ছি। সেগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিন, কার উপর আপনি প্রস্রাব করতে চান।”
এর পরেই ব্রাহ্মণ সম্প্রদায়ের কয়েক জন গুণী ও সম্মাননীয় ব্যক্তির নাম উল্লেখ করেন মনোজ। এঁদের মধ্যে রয়েছেন অটলবিহারী বাজপেয়ী, রামকৃষ্ণ পরমহংস, আদি শঙ্করাচার্য, মঙ্গল পাণ্ডে, লতা মঙ্গেশকর, মহাকবি কালিদাস। এঁদের নাম উল্লেখ করে মনোজ বাজি রেখেছেন, “আমি আপনাকে খোলাখুলি চ্যালেঞ্জ করছি। এক জনের নাম বেছে নিন। আমি তাঁর ছবি পাঠাব আপনাকে। তার পর আপনি যেটা বলেছেন সেটা করে দেখাবেন। আর সেটা করতে না পারলে, এ বার থেকে নিজের সীমা অতিক্রম করবেন না।”