গুজরাত টাইটান্সের কাছে হেরে হতাশ মুকেশ কুমার। দিল্লি ক্যাপিটালসের বোলারের মতে, দলের ফিল্ডিং একটু ভাল হলেই তাঁরা হারাতে পারতেন শুভমন গিলের দলকে। পরের ম্যাচের আগে কয়েকটি বিষয়ে দলের উন্নতি প্রয়োজন বলেও মনে করেন মুকেশ।
শনিবার ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলার ক্রিকেটার। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ২০৩ রান তুলেও দিল্লি হেরে যাওয়ায় হতাশ মুকেশ। তিনি বলেছেন, ‘‘আমরা খারাপ খেলিনি। আমাদের ফিল্ডিং আরও একটু ভাল হলে ফল অন্য রকম হতে পারত। আরও ১০-১৫ রান তুললে বা বোলারেরা কম রান দিলেও ফল আমাদের পক্ষে আসতে পারত। এর কোনও একটা একটু ভাল করতে পারলেই প্রতিপক্ষ দল চাপে থাকত।’’
গুজরাত এবং দিল্লি দু’দলই সাতটি করে ম্যাচ খেলে পাঁচটি করে জিতেছে। গুজরাত নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে। গুজরাতকে হারাতে পারলে দিল্লি শনিবার ভাল জায়গায় পৌঁছে যেত। হতাশ হলেও আশাবাদী মুকেশ। তিনি বলেছেন, ‘‘প্রতিটি হার আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। এই ম্যাচ থেকেও শিখলাম আমরা। কোন কোন বিভাগে আরও উন্নতি প্রয়োজন বুঝলাম। জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামি আমরা। সব সময় লক্ষ্য পূরণ হয় না। এটা কোনও সমস্যা নয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের।’’
আগামী ২২ এপ্রিল অক্ষর পটেলের দলের পরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থদের বিরুদ্ধে লড়াই লখনউয়ের একনা স্টেডিয়ামে। এই ম্যাচ দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, গত বার লখনউকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল এ বার দিল্লি শিবিরে। আর গত বার দিল্লির অধিনায়ক পন্থ এ বার লখনউয়ের নেতৃত্বে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ