সেদিনের ১৩ বছরের ছেলেটি আজকের সেলেব। ছবি: টুইটারের সৌজন্যে।
দেখুন তো এই ছেলেটিকে আপনি চেনেন কি না? হলফ করে বলতে পারি আপনি চেনেন। তখন সে ছিল ১৩ বছরের কিশোর। আর আজ সে ৪৮। তাঁকে কখনও বলিউড, কখনও বা টলিউডে মূলত অন্য ধারার ছবিতে অভিনয় করতে দেখেছেন দর্শক। তিনি রাহুল বসু। নিজের ১৩ বছরের ছবিটি টুইটারে শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেতা।
সম্প্রতি টুইটারে হোয়েন আই ওয়াজ ১৩ নামে একটি হ্যাশ ট্যাগ চালু করেছেন রাহুল। নিজের ওই বয়সের ছবি শেয়ার করেছেন। পাশাপাশি সকলকে নিজের টিনএজ শুরুর মুহূর্তের ছবি শেয়ার করতে বলেছেন অভিনেতা।
এখন রাহুল।— ফাইল চিত্র।
কেন জানেন?
সত্যি ঘটনা অবলম্বনে ‘পূর্ণা’ নামের একটি শর্টফিল্ম তৈরি করেছেন রাহুল। যেখানে রয়েছে তেলেঙ্গনার এক গরিব মেয়ের গল্প। যে ২০১৪ সালের ২৫ মে যে এভারেস্ট জয় করে। বিশ্বের কনিষ্ঠতম সদস্য হিসেবে এভারেস্ট জয়ী ক্লাবে নাম লেখায়। সে সময় তার বয়স ছিল ১৩ বছর। সে কারণেই ওয়েব দুনিয়ায় সকলকে ডাউন মেমরি লেনে হাঁটতে অনুরোধ করেছেন রাহুল। তাঁর ডাকে সাড়া দিয়েছএন শাবানা আজমি, সালিম মার্চেন্টের মতো বলি তারকারা। নিজের নস্টালজিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেতা।
Monsoons. Feeling nostalgic. Here's me going back to #WhenIWas13 What were you doing then? @poornathefilm pic.twitter.com/yXiJHW0PIQ
— Rahul Bose (@RahulBose1) July 19, 2016
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy