বক্স অফিসে আলোড়ন তুলেছিল রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। তবে এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। বলা ভাল, প্রশংসার থেকে বেশি সমালোচনা হয়েছিল ছবিটির। উগ্র পৌরুষের প্রদর্শন, সামাজিক দায়বদ্ধতার অভাব, নারীবিদ্বেষী মনোভাব ইত্যাদি নানা কারণে এ ছবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। ছবি মুক্তির পরে কেটে গিয়েছে একটা বছর। কিন্তু তার পরেও এই ছবি নিয়ে বিতর্ক থামেনি। পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার পাশাপাশি রণবীরের দিকেও ধেয়ে এসেছিল কটাক্ষ।
রণবীর অভিনীত চরিত্র রক্তস্রোত বইয়ে দেয়। পুলিশ প্রশাসনের বালাই নেই। সেই চরিত্র একের পরে এক হত্যালীলা চালিয়ে যায়। তার পরেও আশা করে, স্ত্রী তার প্রতিটি কথা মেনে চলবে। প্রয়োজনে স্ত্রীর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করে। আবার সেই ক্ষততে নিজেই প্রলেপ লাগায়। আবার পরনারীর শয্যাসঙ্গী হতেও দু’বার ভাবে না। অবলীলায় বাড়ির গুরুজনের সামনেও নগ্ন হয়ে ঘুরে বেড়ায়। এ হেন চরিত্রে রণবীর অভিনয় করলেন কী ভাবে? বার বার প্রশ্ন উঠেছে। সন্দীপ রেড্ডি বঙ্গা সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন। বিশেষ করে নগ্নদৃশ্যের কথা জানতে পেরে রণবীরের প্রতিক্রিয়া কী ছিল, জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সন্দীপ রেড্ডি বঙ্গা জানিয়েছেন, ছবিতে নগ্নদৃশ্য রয়েছে জানতে পেরে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান রণবীর। একটি দৃশ্যে দেখা যায়, বাড়ির সামনের বাগানে নগ্ন হয়ে হেঁটে চলেছেন রণবীর। ওই দৃশ্য সম্পর্কে বঙ্গা বলেছেন, “রণবীরের উরুতে ও শরীরে নীচের অংশে প্রস্থেটিক ব্যবহার করার কথা ছিল। পরীক্ষা করে যখন দেখা হয়েছিল, একেবারেই সঠিক লাগছিল। কিন্তু আসল শুটিংয়ের সময়ে দেখতে ভাল লাগছিল না।” তার পরে প্রযুক্তিগত ভাবে সেই দৃশ্য নির্মাণে বদল আনতে হয়েছিল পরিচালককে। তাতেও আপত্তি জানাননি রণবীর। ১০ মিনিটের সেই নগ্নদৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দই ছিলেন তিনি।
এ ছাড়াও তৃপ্তি ডিমরির সঙ্গেও রণবীরের একটি শয্যাদৃশ্য ছিল। ছবিতে অভিনেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা।