Advertisement
E-Paper

স্ত্রীর সঙ্গে শুয়ে প্রতিবেশী! দেখে রাগে যুবকের গোপনাঙ্গ কামড়ে ধরলেন স্বামী

অফিসের কাজে বৃহস্পতিবার বাইরে গিয়েছিলেন যুবক। সময়ের আগেই ফিরে আসেন তিনি। তখনই স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবককে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পান। স্ত্রীর প্রেমিকের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

Kanpur man allegedly confronts neighbor after finding him in bed with wife

কানপুরে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে আক্রমণাত্মক স্বামী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৪
Share
Save

স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন স্বামী। অসময়ে বাড়িতে ঢুকে একসঙ্গে দেখে ফেলেছিলেন তাঁদের। নিজেকে আর সংযত রাখতে পারেননি। রাগে স্ত্রীর প্রেমিকের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। কামড়ে ধরেন তাঁর গোপনাঙ্গ। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে পালিয়ে বেঁচেছেন যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কানপুরের বাবুপুরওয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, বছর দু’য়েক আগে যুগলের বিয়ে হয়েছিল। ওই এলাকায় তাঁরা একটি ভাড়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে যুবক অফিসের কাজে বাইরে গিয়েছিলেন। স্ত্রীকে জানিয়েছিলেন, তিনি শুক্রবার ফিরবেন। কিন্তু কোনও কারণে সেই রাতেই তিনি ফিরে আসেন। অভিযোগ, স্ত্রীর সঙ্গে বাড়িতে প্রতিবেশী এক যুবক সেই সময়ে ছিলেন। তাঁদের একসঙ্গে বিছানায় দেখে ফেলেন যুবক।

স্ত্রীর বিবাহবহির্ভূত এই সম্পর্ক মানতে পারেননি যুবক। প্রতিবেশীকে আক্রমণ করেন তিনি। বেশ কিছু ক্ষণ তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই সময়েই স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ কামড়ে ধরেন যুবক। অভিযোগ, গোপনাঙ্গ কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কোনও রকমে তাঁর হাত থেকে নিজেকে বাঁচিয়ে যুবক থানায় যান। পুলিশ তাঁকে হাসপাতালে পাঠায়। আপাতত আক্রান্ত যুবক কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তারা পদক্ষেপ করবে।

ঘটনার কথা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে গিয়েছিলেন। বাবুপুরওয়ার ইনস্পেক্টর অরুণ দ্বিবেদী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁরাই আক্রান্তকে ভর্তি করিয়ে দেন হাসপাতালে। তিনি বলেছেন, ‘‘এখনও কোনও পক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হলেই তদন্ত শুরু হবে।’’

Kanpur Love Affair Extramarital Affair

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}