(বাঁ দিকে) প্রিয়ঙ্কা। ঐশ্বর্যা (ডান দিকে) । ছবি-সংগৃহীত।
ছবির প্রস্তাব প্রথমে গিয়েছিল অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার কাছে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে সেই ছবিতে অভিনয় করেন ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
মির্জা হাদি রুসওয়ার লেখা উপন্যাসগুলির মধ্যে অন্যতম ‘উমরাও জান’। সেই উপন্যাসের উপর ভিত্তি করে বড় ও ছোট পর্দায় একাধিক ছবি ও ধারাবাহিক হয়েছে। পরিচালক জেপি দত্ত ২০০৬ সালে নতুন করে তৈরি করেন ‘উমরাও জান’। মূল চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। ‘উমরাও জান’-এর চরিত্রের প্রস্তাব প্রথমে গিয়েছিল প্রিয়ঙ্কার কাছে। অবশেষে সেই ছবিতে অভিনয় করেন ঐশ্বর্যা।
বক্স অফিসে মোট ১৫ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি। ভারতে এই ছবি মাত্র ৭ কোটি ৪২ লক্ষ টাকার ব্যবসা করে। এক কথায়, অসফল ছবির তালিকায় রাখা হয় জেপি দত্তর এই ছবিকে। পরিচালক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হত। আমি প্রিয়ঙ্কার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ওর মধ্যে আমি ‘উমরাও জান’কে খুঁজে পেয়েছিলাম।’’ আসলে এই ছবির জন্য সময় দিতে পারেননি প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কাও এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘‘এই চরিত্রটা নিয়ে আমিও ভেবেছিলাম। জেপি দত্ত আমার থেকে এর জন্য ৯০ দিন সময় চেয়েছিলেন। কিন্তু সেটা আমি দিতে পারিনি। কাজটা হয়ে ওঠেনি। তার মানে, হওয়ার ছিল না।’’
প্রিয়ঙ্কা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে পরিচালক ভেবেছিলেন এই চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন ঐশ্বর্যা। কিন্তু দর্শকদের সমালোচনায় পড়েছিল এই ছবি। এমনকি পরিচালকের এতটাই আর্থিক ক্ষতি হয়েছিল যে, পরবর্তী ছবি বানাতে ১২ বছর সময় লেগেছিল। ‘উমরাও জান’-এ ঐশ্বর্যার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy