বড় পর্দায় গোয়েন্দাদের ভিড়ের ট্রেন্ড এ বার ছোট পর্দাতেও। বিভিন্ন নামী প্রযোজনা সংস্থা এ বার বাংলা ধারাবাহিকের ময়দানে নিয়ে আসছে গোয়েন্দাদের। তার মধ্যে প্রথম যে দুটো নতুন ধারাবাহিক দর্শক দেখতে পাবেন, সেগুলো হল ‘পাণ্ডব গোয়েন্দা’ এবং ‘কিরীটী’। যদিও এখনও তাদের কাস্টিং চূড়ান্ত নয়। তবে টিম সাজাতে ব্যস্ত প্রযোজকেরা। ক্যামেলিয়া গ্রুপের প্রযোজনায় ছোট পর্দায় আসতে চলেছে নীহাররঞ্জন গুপ্তের কিরীটী। এর আগে তাদের প্রযোজনাতেই বড় পর্দায় ইন্দ্রনীল সেনগুপ্তের অভিনয়ে কিরীটী দেখেছেন দর্শক। বড় পর্দায় কিরীটী হয়েছেন চিরঞ্জিৎও। সেই ছবির প্রযোজনায় ছিলেন কৌস্তুভ রায়। তবে ছোট পর্দায় কিরীটি আনছে ক্যামেলিয়া, শোনা যাচ্ছে এমনটাই। দিন কয়েকের মধ্যেই কাস্ট-সমেত চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে টেলিভিশনে কিরীটীর।
অন্য দিকে টেলিভিশনে আসতে চলেছে ‘পাণ্ডব গোয়েন্দা’ও। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের থেকে স্বত্ব কিনেছেন প্রযোজক রানা সরকার। ছোট পর্দা কিংবা বড় পর্দা— ‘পাণ্ডব গোয়েন্দা’ নিয়ে যে কাজই হোক না কেন, রানাই থাকবেন তাঁর দায়িত্বে। এমনিতেই টিনএজার এই গোয়েন্দাবাহিনী কিশোরদের মধ্যে বেশ জনপ্রিয়। আশা করা যায় বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু আর বিচ্ছুর অ্যাডভেঞ্চার দিয়ে এ বার বাংলা টেলিভিশন অল্পবয়সিদেরও মন টানতে পারবে। তবে শোনা যাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বাংলা ধারাবাহিকে গোয়েন্দা গল্প নিয়ে আসতে আগ্রহী। সূত্র থেকে জানা গিয়েছে, তিনি সমরেশ মজুমদারের অর্জুন বা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘পাণ্ডব গোয়েন্দা’ কোনও একটা করতে পারেন। তবে চ্যানেলের সঙ্গে এখনও চুক্তি হয়নি। অন্য দিকে রানা সরকারের কাছে ২০২১ সাল পর্যন্ত ‘পাণ্ডব গোয়েন্দা’র স্বত্ব রয়েছে। শেষমেশ প্রসেনজিৎ কোন ধারাবাহিক উপহার দেন, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy