Advertisement
০৩ নভেম্বর ২০২৪

বিদ্যার জয়, ম্যাঙ্গালোরে দিলওয়ালের মুক্তি পুলিশ পাহারায়

পুলিশি প্রতিশ্রুতি পেয়ে দিলওয়ালে ছবির প্রদর্শনে রাজি হলেন ম্যাঙ্গালোরের হল মালিকরা। ২০ ডিসেম্বর থেকে দিলওয়ালে দেখানো বন্ধ ছিল বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে। অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের মন্তব্যের জন্যই ছবির প্রদর্শন জোর করে বন্ধ করে দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৬ ২০:৪৯
Share: Save:

পুলিশি প্রতিশ্রুতি পেয়ে দিলওয়ালে ছবির প্রদর্শনে রাজি হলেন ম্যাঙ্গালোরের হল মালিকরা। ২০ ডিসেম্বর থেকে দিলওয়ালে দেখানো বন্ধ ছিল বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে। অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের মন্তব্যের জন্যই ছবির প্রদর্শন জোর করে বন্ধ করে দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

শহরের এক সমাজকর্মী বিদ্যা দিনকর এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এর জেরে গত ২৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় বজরং দলের সহ-আহ্বায়ক রাজ কোটারিকে।

শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে শো চালানোর জন্য সম্পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয় মালিকদের। তার পরই দিলওয়ালে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা।

অন্য বিষয়গুলি:

entertainment dilwale sharukh khan mangalore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE