গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নিয়োগ করবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এনএসওইউ-র অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তরফে এই নিয়োগ। প্রতি মাসে ৯ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের মাস্টার অফ কমার্স (এমকম) ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে এনএসওইউ-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি একটি ‘পিডিএফ’ ফাইলে করে বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করতে হবে। ৩০ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-র ওয়েবসাইটটি দেখুন।