বলিউডে তিনি পরিচিত মুখ। ‘তারে জ়মিন পর’ ছবিতে শিশুশিল্পী দর্শিল সাফারির কঠোর বাবার চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে পড়েন বিপিন শর্মা। কিন্তু তাঁর জীবনের প্রথম অধ্যায় কেটেছে লড়াই করেই।
আরও পড়ুন:
অভিনয় জীবন শুরুর লড়াইয়ের দিনগুলির স্মৃতিচারণা করেছেন বিপিন। জানিয়েছেন, এক সময়ে অভিনয় ছেড়ে কানাডায় চলে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে একটি অভিনয়ের কর্মশালা তাঁর জীবন বদলে দেয়। বিপিন বলেন, ‘‘বুঝতে পারি, আমার জীবনে অভিনয় ছাড়া আর কিছুই নেই। তার পর একদিন টরোন্টোয় সব কিছু ফেলে রেখে ভারতে ফিরে আসি।’’

অভিনেতা বিপিন শর্মা। ছবি: সংগৃহীত।
অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে বিপিন শেফের চাকরি করতেন। একাধিক রেস্তরাঁয় তাঁকে চাকরি করতে হয়েছে। সেই সময়ের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেতা। ব্যক্তিগত জীবনে নিরামিষাশী বিপিন। কিন্তু রেস্তরাঁর কর্মজীবনে তাঁকে দিনের পর দিন মাংস কাটতে হয়েছে। অভিনেতা বলেন, ‘‘দিনের পর দিন মাংস কেটে, পরিষ্কার করতাম। কারণ আমার টাকার প্রয়োজন ছিল, এ দিকে অন্য কোনও সুযোগও ছিল না।’’ তার পরেই বিপিন চাকরি ছেড়ে টরোন্টোয় সম্পাদনার কাজ শুরু করেন। অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার পর বিপিনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘মাঙ্কি ম্যান’-এর মতো ছবি ছাড়াও ‘পাতাললোক’ ওয়েব সিরিজ়ে বিপিনের অভিনয় দর্শকের মন জয় করেছে।