দ্বিতীয় বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ়। প্রথম বার তাঁর মা হওয়ার খবর নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায়। সেই সময়ে বাবার নাম প্রকাশ্যে আনেননি ইলিয়ানা। সে সব বিতর্কে কান দেননি তিনি। পরে অবশ্য স্বামী মাইকেল ডোলানের নাম প্রকাশ্যে আনেন। বর্তমানে তাঁরা দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।
অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতা সমাজাধ্যমে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এই সময় মহিলারা কী কী বিষয়ের সম্মুখীন হয়ে থাকেন, তা-ও তুলে ধরেছেন। এমনই এক অন্তঃসত্ত্বা মহিলার ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী। সেই মহিলা চাইছেন তাঁর স্বামী তাঁর স্ফীতোদর স্পর্শ করুন। কারণ গর্ভস্থ সন্তান নড়ছে ও লাথি মারছে। ভিডিয়োটি ভাগ করে নিয়ে ইলিয়ানা লিখেছেন, “আমার সৌভাগ্যবান স্বামী দ্বিতীয় বার এই অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। তবে সন্তান তার মর্জির মালিক।”
আরও পড়ুন:
ইলিয়ানা বলতে চেয়েছেন, গর্ভস্থ সন্তান কখন কী করে, তা আগে থেকে অনুমান করা যায় না। সে নিজের খেয়ালেই নাকি চলে। চলতি বছরের শুরুতেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। হাতে ‘প্রেগন্যান্সি কিট’ নিয়ে দেখা গিয়েছিল তাঁকে। তখনই এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, “আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।”
মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। ২০২৩-এর অগস্ট মাসে তাঁদের কোলে আসে পুত্রসন্তান কোয়া। ২০২৪-এ পুত্রের জন্মদিন পালনও করেন তাঁরা। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।