দেব ও জিৎ
আগামী এক বছর অন্য কোনও ছবিতে হাত দিতে চান না। রাজের মাথায় এখন শুধুই সিরাজউদ্দৌলা। হ্যাঁ, বাংলার এই নবাবকে নিয়েই রাজ চক্রবর্তী শুরু করতে চলেছেন তাঁর আগামী ছবি।
‘‘অনেক দিন ধরেই ঐতিহাসিক গল্প নিয়ে ছবি করতে চাইছিলাম। সিরাজউদ্দৌলার চেয়ে ভাল বিষয় আর কী হতে পারে! শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্প মাথায় ঘুরছিল, তবে সিরাজ নিয়েই এগোচ্ছি,’’ বললেন রাজ।
রাজের গত কয়েকটা ছবি আশাজনক ব্যবসা দেয়নি। যে কারণে এই প্রজেক্ট নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। ২০১৯ সালের পুজোয় রিলিজের কথা ভাবছেন। পরিচালকের বক্তব্য, ‘‘এই ’১৮ সালটা প্রি-প্রোডাকশন আর শ্যুটিংয়েই কেটে যাবে। প্রচুর কম্পিউটার গ্রাফিক্সের কাজ রয়েছে। সময় লাগবে। তাই আঁটঘাট বেঁধেই এগোতে চাই।’’
রাজ
এ বার প্রশ্ন সিরাজের চরিত্রে কাকে দেখা যাবে? পরিচালক এখনই নাম চূড়ান্ত করেননি। ‘‘ক্যারেক্টার স্কেচ চলছে। বাংলায় এই চরিত্র করার জন্য দেব আর জিতের নামই প্রথমে মাথায় আসে। সিরাজের জন্য যে অ্যাপিয়ারেন্স লাগবে, সেটা এদেরই আছে। তবে কে শেষ পর্যন্ত করবে তা এখনই বলতে পারছি না। যে সময় দিতে পারবে, তাকেই নেব।’’
পিরিয়ড ফিল্মের বাজেট কম নয়। তাই প্রযোজক কে, সে প্রশ্নও আছে। যা এখনও স্থির নয়। অনেকের সঙ্গেই আলোচনা চলছে জানালেন রাজ। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনাও হতে পারে।
রিসার্চের কাজে কোনও রকম ফাঁক রাখতে চান না রাজ। ‘‘সিরাজকে নিয়ে অনেক বিতর্কও আছে। কারও কাছে তিনি ভাল, কারও কাছে খারাপ। সব কিছুই মাথায় রাখতে হচ্ছে। বাংলাদেশের সঙ্গেও সিরাজের বড় যোগ রয়েছে। সে কারণেই যৌথ প্রযোজনার ভাবনা,’’ বলছিলেন রাজ। তাঁর অন্যান্য ছবির মতো এখানেও চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy