check on some of the best memes on the train sequence of DDLJ dgtl
Bollywood
২২ বছর আগে সিমরন যদি বুলেট ট্রেন উঠত!
ডিডিএলজে-র ক্লাইম্যাক্স সিন মনে আছে। ট্রেন থেকে শাহরুখের সেই হাত বাড়ানোর দৃশ্য আজও মাইলস্টোন হয়ে রয়েছে। তবে বিখ্যাত সেই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়াও কম হয়নি। ছবি মুক্তির ২২ বছর পরেও তাই ট্রোলড হতে হয় রাজ-সিমরনকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০৯:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
জানতে চান কী ভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে ডিডিএলজে-র ক্লাইম্যাক্স? ২২ বছর আগে রোম্যান্টিক হিরো ‘রাজ’ (শাহরুখ) ট্রেন থেকে হাত বাড়িয়ে ‘সিমরন’ থুড়ি কাজলকে ডেকেছিল। তারপর কী হল? কী বলল সিমরন? দৌড়তে দৌড়তে ক্লান্ত সিমরান রাজকে বলল, ‘‘ট্রেন থেকে নেমে যাও রাজ, কারণ ট্রেনের ভাড়া বেড়ে গিয়েছে।’’
০২১২
সিমরনের পিছনে যদি ডান্ডা উঁচিয়ে গুন্ডা ধাওয়া করত? রাজকে এতবার ডাকতেই হত না। এমনিতেই পড়িমড়ি করে দৌড়ে ট্রেনে উঠে যেত সিমরন।
০৩১২
রাজ যদি বুলেট ট্রেনে চড়ত? আরে মোদী জমানা ভাই! সিমরন কী তবে আরও জোরে ছুটত? শেষমেশ ট্রেন পেত তো!
০৪১২
রাজ কেন নামেনি ট্রেন থেকে? আবার আইআরসিটিটি-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে, এই ভয়ে? বড় খাটনির কাজ যে সেটা!
০৫১২
ট্রেনে উঠতে না পারলে কী হত? কী আবার হত, সিমরন আবার ফিরে যেত!
০৬১২
সিমরন তো বুদ্ধিটাই খরচ করেনি। আরে এত ছোটার দরকার কী? সামনেই তো আর একটা দরজা ছিল না কি!
০৭১২
‘চেন টেনে ট্রেন দাঁড় করাও রাজ, আর ছুটতে পারছি না!’ রাজ খুব বিরক্ত। জানাল, ‘পাগলামো কোরো না সিমরন, এটা যশ রাজ ব্যানার।’
০৮১২
ট্রেনেতেই তারা সুখে সংসার পাতল।
০৯১২
রাগী বাবা অমরিশ পুরী। ‘যা সিমরন যা’ না বলে তাড়িয়েই দিল মেয়েকে।
১০১২
রাগী বাবা অমরিশ পুরী যখন সিমরনের হাত শক্ত করে ধরে রেখেছিল, সিমরনের কী মনে হয়েছিল? অনেকটা শীতকালের ঘুমের মতো। লেপের আরাম থেকে উঠতে ইচ্ছে করছে না, কিন্তু উঠতেই হবে!
১১১২
আচ্ছা যদি পিকে (আমির খান) শাহরুখের জায়গায় থাকত। অবশ্যই হাতে রেডিও ধরে, তা হলে কী হত? আরে পিকে বলত, ‘‘নিজের দায়িত্বে ট্রেনে ওঠো সিমরন। আমার তো হাত জোড়া।’’
১২১২
ডেকে ডেকে ক্লান্ত রাজ। সিটে গিয়ে বসে পড়েছে। টিটি এসে বলে গেল, ‘‘ম্যাডাম! আর দৌড়ে কাজ নেই। আগামিকাল সন্ধ্যায় অন্য ট্রেন চড়ে চলে আসবেন।’’