Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Salman Khan

‘ক্ষমা চান, নয়তো ৫ কোটি টাকা দিন’, ফোনে ফের হুমকি সলমনকে! কোথা থেকে এল এই নতুন হুমকি?

লরেন্স বিশ্নোইয়ের ভাই সেজে হুমকি ফোন সলমন খানকে। দাবি, ৫ কোটি টাকা দিতে হবে। অবশেষে কোথা থেকে পুলিশ গ্রেফতার করল হুমকি প্রেরককে?

বিশ্নোইয়ের ভাই সেজে সলমনকে হুমকি ফোন।

বিশ্নোইয়ের ভাই সেজে সলমনকে হুমকি ফোন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১৪
Share: Save:

নিস্তার নেই সলমন খানের। পর পর হুমকি ফোন। প্রতি বার নতুন নতুন দাবি। এ বার এক সপ্তাহের মধ্যে দু’বার হুমকি পেলেন অভিনেতা। সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে ফোন এই হুমকিবার্তা এসেছে বলে সূত্রের খবর। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া বছর ৩৫-এর যুবককে।

যে ফোন আসে তাতে বলা হয়, “লরেন্সের ভাই বলছি, সলমন খানকে যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনটিই যদি না করেন, তবে সলমনকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।” যদিও পরে জানা গিয়েছে, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। কর্নাটকের বাসিন্দা। পেশা অবশ্য জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।

তবে পাঁচ কোটি চেয়ে এই প্রথম নয়, হুমকিবার্তা আগেও এসেছে। গত ১৮ অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ নম্বরে লরেন্স বিশ্নোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সলমন খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তাঁর। এর পরই নড়ে বসে মুম্বই পুলিশ। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ, বিশ্নোইয়ের নাম করে সে-ও সলমনকে হুমকি দিয়েছিল! এই একই কায়দায় হুমকি পাঠিয়েছে কর্নাটকের বিক্রমও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমকিবার্তা আসছে সলমনের কাছে। তবে ভয় পেয়ে নিজেকে গৃহবন্দি রাখেননি সলমন। সিনেমা থেকে বিজ্ঞাপন কিংবা রিয়্যালিটি শো— সব কিছুরই শুটিং করছেন অভিনেতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE