স্বাধীনতা দিবসের বানান ভুল লিখে সমালোচনার মুখে পড়েছিলেন। কটাক্ষ ধেয়ে এসেছিল ঋদ্ধি সেনের তরফ থেকেও। তবে সেই সবে তখন কান দেননি মধুমিতা সরকার। আর এ বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।
গত বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন মধুমিতা। বাংলায় লেখা সেই পোস্টে কয়েকটি বানান ভুল ছিল। চোখে পড়ে যায় টলিপাড়ার আর এক অভিনেতা ঋদ্ধি সেনের। মধুমিতা লিখেছিলেন, “স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।” এই লেখা দেখেই ঋদ্ধি পোস্ট করেছিলেন, “স্বাধীনতা ‘দিবেস’? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে।” যদিও কিছু ক্ষণের মধ্যেই এই পোস্ট সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছিলেন ঋদ্ধি সেন। কিন্তু তত ক্ষণে পোস্ট দুটির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।
এই ঘটনা এখন অতীত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাই শুভেচ্ছাবার্তা দিলেন মধুমিতা। একটি ভিডিয়োয় অভিনেত্রী বললেন, “বাংলা ভাষা, আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা, বাংলাতেই হোক গান। বাংলাতেই হোক প্রেম।” এই পোস্টে মধুমিতাকেও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, কিছু দিন আগেই সুখবর দিয়েছেন মধুমিতা। প্রেম করছেন অভিনেত্রী। সম্পর্কের বয়স ইতিমধ্যেই পেরিয়েছে পাঁচ মাস। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এ বার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন তিনি।