বলিউডে তাঁর হাত ধরে সফর শুরু করেছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন বহু বহিরাগত অভিনেতাও। কিন্তু এ বার কি সলমন খান স্বজনপোষণ বা ‘নেপোটিজ়ম’-এর প্রচার করছেন? নিজেই সেই জল্পনা উসকে দিয়েছেন তিনি। দুবাই গিয়ে খোলা মঞ্চে বুঝিয়ে দিলেন ‘নেপোটিজ়ম’ কাকে বলে।
সম্প্রতি দুবাই পৌঁছে গিয়েছিলেন সলমন। সেখানে বোনপো অয়ন অগ্নিহোত্রীর নতুন গান ‘ইউনিভার্সাল লজ়’ উদ্বোধন হয় ভাইজানের হাতেই। মঞ্চে ‘অগ্নি’ নামে পরিচিত অয়ন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবাজ় খান, সোহেল খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীও। অয়ন সম্পর্কে সলমনের বোন অলভিরা অগ্নিহোত্রীর পুত্র। এই অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দুবাইয়ের ডিজে ব্লিস। খোলা মঞ্চে তিনি সলমন খান ও তাঁর পরিবারের ভূয়সী প্রশংসা করেছিলেন। ডিজে ব্লিসের দাবি, সলমনের পরিবারের সকলেই সব সময় পরস্পরের পাশে থাকেন। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে সলমন বলেন, “একেই বলে নেপোটিজ়ম।” এই কথা শুনে হাসির রোল ওঠে দর্শকের মাঝে। পরে রসিকতা করেই সলমন বলেন, “অয়নের বাবা-মা দু’জনেই খুব ভাল সন্তান তৈরি করেছেন। আলিজ়েহ ও অয়ন দু’জনেই খুব ভাল।”
এর আগে মামা সলমন খানের সঙ্গে জোট বেঁধে কাজ করেছেন অয়ন। বিশাল মিশ্রের তৈরি গান ‘ইউ আর মাইন’-এ সলমনের সঙ্গে জোট বেঁধেছিলেন অয়ন। পুরনো এক সাক্ষাৎকারে অয়ন বলেছিলেন, “মামু ও বিশাল মিশ্র একসঙ্গে একটা গান নিয়ে কাজ করছিলেন। একটা মিউজ়িক ভিডিয়োও তৈরি করা হয়েছিল। কিন্তু মামুর মনে হয়েছিল, আরও কিছু যোগ করা দরকার এই গানে।” একটি র্যাপ অংশ যোগ করা হয়েছিল সেই গানে। অয়নের উপরেই সেই দায়িত্ব দেওয়া হয়েছিল।