কোনও অভিমান কি তাঁকে তাড়া করে বেড়ায়? বহু দিন অমিত কুমার গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ঠিক কী কারণে এই স্বেচ্ছা নির্বাসন, তা নিয়ে এত দিন সে ভাবে কিছুই বলেননি অমিত। সম্প্রতি মুখ খুললেন তিনি। নিজেকে আর বলিউডের সদস্য বলে মনে করেন না কিশোর-পুত্র। তাঁর কাছে বলিউড সম্পূর্ণ ভাবে নিঃশেষিত হয়ে যাওয়া এক পরিসর। এর অস্তিত্বই তিনি আর অনুভব করেন না। আজকের বলিউডের ইঁদুর দৌড়ে সামিল হতে চান না তিনি। আসল গানের অভাব তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তাই, নিজের তৈরি গানের জগতে নিজেকে আবদ্ধ রাখতে চান তিনি। ১৯৯৫ সাল থেকে অমিত লাইভ অর্কেস্ট্রা শো এবং ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ব্যস্ত থেকেছেন। এখনও নিজের লেবেল ‘কুমার ব্রাদার্স মিউজিক’-কে নিয়েই তিনি ব্যস্ত থাকতে চান। বাবা কিশোর কুমারের ৮৬তম জন্মদিনে অমিত প্রকাশ করলেন ‘বাবা মেরে’ নামের একটি অ্যালবাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy