তাঁরা ভাই-ভাই। তাঁরা বন্ধু। সহকর্মী সম্পর্ককে ছাপিয়ে তাঁরা নিজেদের ওই দুই পরিচয়ে বাঁধতেই স্বচ্ছন্দ। তাঁরা বলিউডের দুই খান— শাহরুখ এবং সলমন। পেশার জগতে তাঁদের কোনও রেষারেষি নেই। এমনকী, একই দিনে নিজেগের বিগ বাজেটের ছবি মুক্তি পেলেও কোনও ক্ষতির আশঙ্কায় ভোগেন না। কোনও ঘটনাই চিড় ধরাবে না তাঁদের বন্ধুত্বে। এমনটাই দাবি কিং খানের।
আগামী বছর ঈদে একই সঙ্গে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘রঈশ’ এবং সলমনের ‘সুলতান’। প্রথম সারির দুই তারকার বিগ বাজেটের ছবি এক সঙ্গে মুক্তি পেলে তা বক্স অফিসে বাণিজ্যের অঙ্কে প্রভাব ফেলতে পারে। কিন্তু, সে আশঙ্কাকে নস্যাত্ করে দিয়েছেন বলিউড বাদশা। তাঁর কথায়, “এটা কোনও বিষয়ই নয়। বছরের ৩৬৫ দিনে ৫৪টি শুক্রবার। সব মিলিয়ে প্রায় ২০০টি ছবি মুক্তি পায়। তাই অনেক সময় একই দিনে বাধ্য হয়েই একাধিক ছবি মুক্তির ব্যবস্থা করতে হয়। তবে আমি স্বীকার করছি ব্যবসা কিছুটা ভাগ হয়ে যাবে।” তবে, ওই দুই ছবির প্রযোজক কোম্পানিগুলি যাতে সেরা ব্যবসা পায়, সেই চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগেও সলমনের প্রতি বন্ধুত্বের মনোভাব দেখিয়েছেন শাহরুখ। সলমনের ‘বজরঙ্গি ভাইজান’-এর প্রমোশনাল ছবি টুইট করে জানিয়েছিলেন, “ছবির ট্রেলারটা আমার দারুণ লেগেছে। আর সলমন তো সব সময়ের মতোই ভাল।” সব মিলিয়ে একে অপরের প্রতি বন্ধুত্বের বার্তাই দিচ্ছেন দুই খান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy