Actresses who once played the role of Sister-in-laws acted as Mother-in-laws dgtl
Entertainment Gallery
এক সময়ের বৌমা যখন শাশুড়ি হলেন
এখন শাশুড়ি বটে। তবে এক সময় তো তাঁরা কারও বৌমা ছিলেন। আসুন, টেলি-সিরিয়ালের এমন কয়েক জন ‘সাসু-মা’র সঙ্গে আলাপ করে নিন, যাঁরা এক সময় ‘বহু’ ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১২:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
এখন শাশুড়ি বটে। তবে এক সময় তো তাঁরা কারও বৌমা ছিলেন। আসুন, টেলি-সিরিয়ালের এমন কয়েক জন ‘সাসু-মা’র সঙ্গে আলাপ করে নিন, যাঁরা এক সময় ‘বহু’ ছিলেন।
০২০৬
নয়ের দশকে যাঁরা বড় হয়েছেন, তাঁরা নিশ্চয়ই ‘তু তু ম্যায় ম্যায়’-এর কথা ভুলে যাননি! বৌমা রাধা বর্মার সঙ্গে শাশুড়ি দেবকী বর্মার টক-মিষ্টি সম্পর্ক নিয়ে একেকটি পর্ব দারুণ জমেছিল এই সিরিয়ালে। তখন কে জানত, সেই বৌমা থুড়ি সুপ্রিয়া পিলগাঁওকর এক দিন ‘সসুরাল গেন্দা ফুল’-এ সাসু-মাতা হবেন!
০৩০৬
‘সাস-বহু’ টেলি-সিরিয়াল বলতেই যেটির কথা অনেকের মনেই প্রথমেই ভেসে ওঠে, তা হল ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’। সেই সিরিয়ালের একাধিক বৌমার মধ্যে ছিলেন জয়া ভট্টাচার্য। গত বছর পর্যন্ত তাঁকেই দেখা গিয়েছে ‘থপকি পেয়ার কি’তে শাশুড়ির ভূমিকায়।
০৪০৬
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’তে বৌমাদের ভিড়ে বেশ চোখে পড়েছিলেন স্মিতা বনসল। ওই টেলি-সিরিয়ালের বেশ কয়েক বছর পর বছর চল্লিশের স্মিতাকে দেখা গিয়েছিল ‘বালিকা বধূ’তে। তবে এ বার তিনি আর বৌমা নন। বরং ‘বালিকা বধূ’ আনন্দীর শাশুড়ি।
০৫০৬
‘বালিকা বধূ’ ধীরে ধীরে বড় হয়ে ওঠার পর সেই আনন্দীর রোলে দেখা গিয়েছিল তোরাল রাসপুত্রকে। এর পর নজর ঘোরান ২০১১ সালের কয়েকটি টেলি-সিরিয়ালে। ‘এক নয়ি ছোটি সি জিন্দেগি’তে ফের দেখা গিয়েছিল তোরালকে। অন্য শাশুড়িদের মতো তিনি অতটা দজ্জাল নন। বরং বেশ কেয়ারিং সাসু-মা হয়েছিলেন তোরাল।
০৬০৬
২০০৭-এ ‘সপ্না বাবুল কা... বিদাই’তে রণবীর রাজবংশের স্ত্রীয়ের ভূমিকায় ছোট পর্দায় এসেছিলেন রাগিনী থুড়ি পারুল চৌহান। এর বছর দুয়েক পরেই আরও এক সিরিয়ালে দেখা গিয়েছিল পারুলকে। এ বার এক লাফে সেই বৌমা হয়ে গিয়েছিলেন শাশুড়ি। সিরিয়ালের নাম, ‘ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহলাতা হ্যায়’।