Actor Sanjay Narvekar is presently working in Marathi films dgtl
Cinema
‘বাস্তব’ ছবির দেড় ফুটিয়াকে মনে আছে? এখন তিনি কী করছেন জানেন?
‘দেড় ফুটিয়া’ এই নামটা মনে আছে? কার কথা বলা হচ্ছে একটুও অনুমান করতে পারছেন কি? ১৯৯৯ সালের অন্যতম হিট ছবিতে দেড় ফুটিয়া তাঁর অভিনয়ে দর্শকদের মন কেড়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
‘দেড় ফুটিয়া’ এই নামটা মনে আছে? কার কথা বলা হচ্ছে একটুও অনুমান করতে পারছেন কি? ১৯৯৯ সালের অন্যতম হিট ছবিতে দেড় ফুটিয়া তাঁর অভিনয়ে দর্শকদের মন কেড়েছিলেন।
০২০৯
আসল নাম সঞ্জয় নরভেকর। মহেশ মঞ্জরেকর পরিচালিত ‘বাস্তব’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে দেড় ফুটিয়া চরিত্রে অভিনয় করেছিলেন নরভেকর।
০৩০৯
পচাশ তোলা, পচাশ তোলা… কিতনা? পচাশ তোলা!— নরভেকরের মুখে ছবির এই ডায়লগটা বেশ জনপ্রিয় হয়েছিল।
০৪০৯
মহারাষ্ট্রের সিন্দুদুর্গ জেলায় ১৯৬২ সালে জন্ম নরভেকরের। সিনেমা ছাড়া টিভি ও থিয়েটারেও কাজ করেছেন তিনি। তবে জনপ্রিয় হয়েছেন বাস্তব ছবিতে অভিনয়ের মাধ্যমে।
০৫০৯
বাস্তব ছবিতে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টর-এর জন্য মনোনীত হয়েছিল নরভেকর।
০৬০৯
ফিল্মি কেরিয়ারে ১৮টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন সঞ্জয়। এর মধ্যে বাস্তব, চান্দ কে পার চলো, এক অউর এক গ্যায়ারা-র মতো ছবিতে অভিনয় করেছেন।
০৭০৯
তবে বেশ কয়েক বছর হল হিন্দি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নরভেকর। ২০০৩-এ শেষবার তাঁকে হিন্দি ছবি ‘এক অউর এক গ্যায়ারা’-তে দেখা গিয়েছিল।
০৮০৯
বর্তমানে মরাঠী সিনেমায় কাজ করছেন সঞ্জয়। সারিভার সারি, আগা বাই আরেচা, খবরদার, চেকমেট-সহ বেশ কয়েকটি মরাঠী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
০৯০৯
মুম্বইয়ের পাওয়ইয়ে পরিবার নিয়ে থাকেন সঞ্জয় । তাঁর স্ত্রীও অভিনয় জগতের সঙ্গে জড়িত। মরাঠী ছবি ‘বয়কা সাতবান্দে’তে তিনি অভিনয় করেছেন।