রবিবার তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুম্বই ছাড়তে দেখা গিয়েছে। তাঁর নিরাপত্তারক্ষী শেরাকে রীতিমতো উদ্বিগ্ন দেখিয়েছে। ছবিশিকারিরা কিছুতেই এ দিন ভাইজানের ধারপাশে ঘেঁষতে পারেননি। সোমবারের খবর, অভিনেতার প্রাণ সংশয়ে। এ দিন মুম্বইয়ের ওরলিতে পরিবহণ বিভাগের অফিসে একটি হুমকি হোয়াট্সঅ্যাপ বার্তা পাঠানো হয়। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি, তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতীরা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হুমকিবার্তায় আরও জানানো হয়েছে, একাধিক আততায়ী ভাইজানের বাড়িতে ঢুকে তাঁর বাড়ি এবং গাড়ি উড়িয়ে দেবে। হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওয়রলি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশের প্রথম সারির একাধিক অফিসার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, পুলিশ ইতিমধ্যেই হুমকিবার্তার উৎস খুঁজে বার করে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে দিয়েছে।
তা হলে কি এই কারণেই রবিবার তড়িঘড়ি শহর ছেড়ে অজানা গন্তব্যে পা বাড়ান সলমন? তাই কি তাঁর নিরাপত্তাবলয় আরও কড়া ছিল এ দিন, যাতে একটি মাছিও গলতে না পারে? প্রসঙ্গত, এ দিন সলমনের মুখেচোখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তাঁর সহকারী শেরাকেও এর আগে এত কড়া হতে দেখেননি ছবিশিকারারিরা। ফলে, রবিবার থেকেই নতুন করে চর্চায় ভাইজান।
আরও পড়ুন:
সোমবার সলমনের হত্যার হুমকিবার্তার খবর ছড়াতেই নতুন করে শঙ্কিত বলিউড। অনুরাগীদের কপালেও ফের দুশ্চিন্তার ভাঁজ। বুলেটপ্রুফ গাড়ি কি তা হলে কোনও কাজেই লাগল না? বিদেশ থেকে লক্ষাধিক টাকা খরচ করে আনানো এই বিশেষ গাড়ি আদৌ কি তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা রক্ষা করতে পারবে? প্রশ্ন উঠেছে টিনসেল টাউনে। পাশাপাশি, আরও একটি খবর আবারও আলোচিত হচ্ছে।
শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে ‘সিকন্দর’-এর। নেপথ্যে তাঁরই ঘনিষ্ঠজনেরা! জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়কেরাই সলমনের শত্রু হয়ে উঠতে পারেন। তাঁরাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তাঁর।
তা হলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?