শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। তবে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়ে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তার জেরে আগামী কয়েক দিনে আবার তাপমাত্রা কমবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মালদহ এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহ হতে পারে। তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি থাকবে। তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদের দু’-একটি জায়গায় শনিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরে। ঝড়বৃষ্টি বেশি হবে উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
রবি থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিও হবে একাধিক জায়গায়।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সারা সপ্তাহ জুড়েই উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই সব জেলায় রবিবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন হবে না। রবিবার থেকে পরবর্তী চার দিনে তাপমাত্রা কমতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি। একই ভাবে পারদ নামবে উত্তরবঙ্গেও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। তবে একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। রবিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।